সারা বছরই বহু দর্শনার্থীরা আসেন মন্দির নগরী মায়াপুর তথা নবদ্বীপ ভ্রমণ করতে। তবে দোল উৎসবের সময় দেশ-বিদেশ থেকে অগণিত ভক্ত আসেন নবদ্বীপে। দোল উৎসবে শামিল হতে মায়াপুর ইসকন মন্দিরে প্রত্যেক বছরই দেশ-বিদেশ থেকে বহু দর্শনার্থী আসেন। এবারও ব্যতিক্রম হয়নি তার। যদিও কোভিড মহামারির সময় প্রায় দু বছর সেই অর্থে জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়নি মায়াপুর ইসকন মন্দিরের দোলযাত্রা উৎসব। তবে মহামারির প্রকোপ কমে যাওয়ার পরেই আবারও পুরনো ছন্দে ফিরে এসেছে মন্দির নগরী মায়াপুর।
advertisement
দোলযাত্রার প্রায় একমাস আগে থেকেই নবদ্বীপ নগর পরিক্রমা করতে বেরিয়ে পড়ে বিভিন্ন মঠ মন্দিরের অসংখ্য ভক্ত। ভোরবেলা সূর্য ওঠার আগেই খোল করতাল সহযোগে কীর্তন করতে করতে বেরিয়ে পড়েন মঠ মন্দিরের সাধুরা নগর পরিক্রমা করতে। আর এই নগর পরিক্রমায় শামিল হন সাধু সন্ন্যাসীদের সঙ্গে অসংখ্য স্থানীয় বাসিন্দারাও। এই পরিক্রমা চলবে দোল পূর্ণিমা পর্যন্ত।