TRENDING:

Nadia News: সরার পিঠের সঙ্গে খেজুরের গুড়, ভোজনরসিক বাঙালির পৌষ পার্বণে স্বাদবাহার

Last Updated:

Nadia Poush Parban 2023: নদিয়ার কৃষ্ণগঞ্জ এর মহিলা মৃৎশিল্পীরা রোজগারের আশায় এবারও তৈরি করছেন মাটির রকমারি সরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মৈনাক দেবনাথ, কৃষ্ণগঞ্জ: রাত পোহালেই পৌষ সংক্রান্তি। আর পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি খাওয়ার উৎসব! কথাতেই আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। পাটিসাপটা থেকে শুরু করে পুলিপিঠে, খোলা পিঠে, চিতই পিঠে-সহ হরেক ধরনের পিঠে দিয়েই সংক্রান্তি পালন করে থাকে বাঙালি। আর পিঠে বানাতে সব থেকে বেশি প্রয়োজন হয় সরার।
advertisement

সরার ছাঁচে পিঠে তৈরি হয়। এই পিঠের স্বাদে অনন্য ছোঁয়া আনে খেজুরের গুড়! আর মাজদিয়ার খেজুরের গুড় জগৎজোড়া বিখ্যাত। ভোজনরসিক বাঙালির আত্মীয় পরিজনদের মধ্যে এই সরা পিঠে দেওয়া-নেওয়া চলে। পিঠে দেওয়া-নেওয়ার এই রীতি আলাদা মাত্রা এনে দেয়।

পৌষ পার্বণ উপলক্ষে মাটির সরা তৈরি করতে ব্যস্ত কৃষ্ণগঞ্জের মহিলা মৃৎশিল্পীরা। পিঠেপুলির দিন বা পৌষ পার্বণের সময় ক্রমশই এগিয়ে আসছে। নদিয়ার কৃষ্ণগঞ্জ এর মহিলা মৃৎশিল্পীরা রোজগারের আশায় এবারও তৈরি করছেন মাটির রকমারি সরা। যদিও এই ধরনের পেশা তাঁদের বহু পুরনো। বহু বছর ধরে এই ধরনের কাজ করেই সংসার চালাচ্ছেন তারা। শীতের সময়টা বাদ দিলে তাঁরা মূলত মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বাজারে বিক্রি করে থাকেন। এইবার‌ও সেই কাজে ভাটা পড়েনি।

advertisement

আরও পড়ুন :  দিনেও জ্বলছে গাড়ির হেডলাইট, কুয়াশায় ঢাকা আলিপুরদুয়ার কাঁপছে ঠান্ডায়

View More

তবে গত কয়েক দিন ধরে শুধু মাটির দু'ধরনের সরা তৈরি করে চলেছেন। তাঁরাই জানালেন, মাটির দাম বেড়েছে। কিন্তু বিক্রির সময় সেইভাবে দামও পান না। তবুও সংসার চালাতে দীর্ঘ কয়েক বছর ধরে মাটির কাজ করে চলেছেন।

advertisement

আরও পড়ুন : বাড়ির পাশে চলছিল ক্রিকেট ম্যাচ, বিড়ি বাঁধতে বাঁধতেই মহিলা ধরলেন ক্যাচ! পেলেন পুরস্কার

এমনই এক সরা প্রস্তুতকারী জানালেন, যে হারে মাটির দাম বেড়েছে সে হারে লাভ হয় না। তবুও এখনও বংশ পরম্পরায় এই কাজ করে চলেছেন। যদিও নতুন প্রজন্ম আর এই কাজে আসতে চায় না। প্রতিটি সরার দাম বর্তমানে ২৫ থেকে ৩০ টাকা। পাইকারি বিক্রেতারা এসে বাড়ি থেকে এই সরা সংগ্রহ করে নিয়ে যায় বিক্রির জন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সরার পিঠের সঙ্গে খেজুরের গুড়, ভোজনরসিক বাঙালির পৌষ পার্বণে স্বাদবাহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল