TRENDING:

Nadia Magician: আকাশে উধাও 'মিশরের রাজকুমারি'! কিসমত কুমারের ইন্দ্রজালে বাজিমাত দর্শকদের সামনে

Last Updated:

Nadia Magician: কালো কাপড়ে ঢাকা চোখ বন্ধ অবস্থায়, নাকাশিপাড়া রাস্তায় সামনে থেকে আসা একের পর এক গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে দেখা গেল ওই ব্যক্তিকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মৈনাক দেবনাথ, নাকাশিপাড়া: ব্যস্ততম সড়কে চোখ বন্ধ করে বাইক চালিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিলেন এই ব্যক্তি। মাথায় কালো কাপড় জড়ানো এই ব্যক্তির, চোখ বন্ধ করে বাইক চালানো দেখে রীতিমতো অবাক স্থানীয় ব্যক্তিরা। কে এই ব্যক্তি! ইনি হলেন জাদুকর কিসমত কুমার।
advertisement

এদিন তাঁর শো-এর প্রোমোশনের জন্য নদিয়ার নাকাশিপাড়া এলাকার ব্যস্ততম সময়ে এই বিপজ্জনক স্টান্ট দেখিয়ে মানুষকে আকৃষ্ট করলেন জাদুকর। কালো কাপড়ে ঢাকা চোখ বন্ধ অবস্থায়, নাকাশিপাড়া রাস্তায় সামনে থেকে আসা একের পর এক গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে দেখা গেল কিসমত কুমারকে। যা দেখতে রাস্তার দু’ ধারে মুহূর্তেই জমে গেল ভিড়। কীভাবে না দেখে বাইক চালাচ্ছেন জাদুকর? এদিন এই স্টান্ট শো এর মধ্যে দিয়েই নাকাশিপাড়ার মানুষের মন কেড়ে নিলেন কিসমত কুমার।

advertisement

জানা যায়, বিভিন্ন রাজ্যের পাশাপাশি দেশে এবং বিদেশেও একের পর এক শো করে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন এই ম্যাজিশিয়ান। তাই এবার প্রায় বেশ কয়েক বছর পর আবারও নদিয়ার বেথুয়াডহরি দেশবন্ধু স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে তাদের শো নিয়ে হাজির হয়েছেন কিসমত কুমার। সেই শোতেই এবার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চোখের পলকে সুন্দর মেয়ের গোরিলায় পরিণত হওয়া, রঙিন ইন্দ্রজাল, আকাশে উধাও মিশরের রাজকুমারি, বাতাসে ভাসমান দর্শকের সন্তান, একটি মানুষকে কেটে দু’ টুকরো করা-সহ আরও নানা রকমারি। আর তাই এদিন ব্যস্ততম রাস্তায় চোখ বন্ধ করে গাড়ি চালানোর মধ্যে দিয়েই মানুষকে আকৃষ্ট করতে শো করলেন ম্যাজিশিয়ান কিসমত কুমার।

advertisement

এদিন দেখা যায় চোখে প্রথমে ময়দার আস্তরণ তার পর আরও একটি কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, কালো কাপড়ের একটি ব্যাগ পরিয়ে দেওয়া হয় জাদুকরকে। তারপরই, বাইক হাতে ব্যস্ততম রাস্তায় উঠে পড়েন ম্যাজিশিয়ান কিসমত কুমার। পাশাপাশি, এই বাইক চালানোর মধ্যে দিয়েই আয়োজক ম্যাজিক সংস্থা বার্তা দিতে চাইছেন যেখানে চোখ বন্ধ করে জীবনের ঝুঁকি নিয়ে বাইক চালাচ্ছেন ম্যাজিশিয়ান সেই জায়গায় দাঁড়িয়ে খোলা চোখে জীবনের ঝুঁকি এড়িয়ে সুস্থভাবে বাইক চালানোর জন্য সেফ ড্রাইভ, সেভ লাইভের বার্তাও তুলে ধরা হয়। প্রায় ১০ দিন ধরে বেথুয়াডহরির দেশবন্ধু স্মৃতি পাঠাগার প্রাঙ্গনে চলবে এই শো।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুক্রবার থেকে প্রতিদিন সন্ধ্যায় দুটি করে এই আকর্ষণীয় ম্যাজিক শো অনুষ্ঠিত হবে। টিকিট কেটে শো দেখার সুযোগ রয়েছে উৎসাহী মানুষদের জন্য। ইতিমধ্যেই কিসমত কুমারের এদিনের স্টান্ট মন কেড়ে নিয়েছে বেথুয়াডহরির বাসিন্দাদের।

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia Magician: আকাশে উধাও 'মিশরের রাজকুমারি'! কিসমত কুমারের ইন্দ্রজালে বাজিমাত দর্শকদের সামনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল