TRENDING:

Nadia News: এমএ পাস করেও চাকরি পাননি, সেই রিয়া পথ দেখাচ্ছেন বাকিদের

Last Updated:

এমএ পাশ রিয়া বিশ্বাস হোমমেড জুয়েলারি তৈরি করে হাল ধরেছেন সংসারের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: সংসারের অভাব অনটন দূর করতে বাড়িতে হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করছেন এমএ পাস তরুণী। কৃষ্ণনগরের রিয়া বিশ্বাস এইভাবেই সংসারের হাল ধরেছেন। সেইসঙ্গে রোজগারের পথ দেখাচ্ছেন এলাকার আরও অনেক মেয়েদের।
advertisement

আরও পড়ুন: মঙ্গলা হাটের পর হাওড়ার আরেক হাট পুজোর বাজার কাঁপাচ্ছে

নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগরের বাসিন্দা রিয়া বিশ্বাস বাংলায় এমএ পাশ করে টিউশনি শুরু করেন। পরে নিজের হাতে বিভিন্ন ধরনের জুয়েলারি তৈরি শুরু করেন। জানা গেল আর পাঁচজনের মতোই রিয়া এমএ পাশ করার পর চাকরির চেষ্টা করেন। কিন্তু প্রাথমিকভাবে তাতে বিশেষ ফল না হওয়ায় ভেঙে না পড়ে এই হ্যান্ডমেড জুয়েলারি তৈরির পেশা বেছে নেন। বর্তমানে তিনি বাড়িতে নিজের হাতে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে তৈরি করেন এই সমস্ত অলঙ্কার। বর্তমানে ‌যে কোনও উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে তোলাই ট্রেন্ড। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই উপলক্ষে বিভিন্ন কারুকার্য এবং নকশা করা জুয়েলারি তৈরি করে বিক্রি করছেন তিনি।

advertisement

View More

কোনও দোকানে নয়, সমস্ত উপকরণ কিনে এনে বাড়িতে বসেই জুয়েলারি তৈরি করে তা সরাসরি খরিদ্দারের কাছে বিক্রি করেন রিয়া। জানা গেল প্রথম দিকে শখের বশেই তিনি এই কাজ শুরু করেন। তবে ধীরে ধীরে তাঁর তৈরি জুয়েলারির খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। কম পুঁজিতে অধিক লাভের এই ব্যবসায় রিয়ার সাফল্য পথ দেখাচ্ছে এলাকার অন্য মেয়েদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: এমএ পাস করেও চাকরি পাননি, সেই রিয়া পথ দেখাচ্ছেন বাকিদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল