Howrah News: মঙ্গলা হাটের পর হাওড়ার আরেক হাট পুজোর বাজার কাঁপাচ্ছে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
দুর্গাপুজোর আগে দ্রুত জনপ্রিয়তা বাড়ছে হাওড়ার অঙ্কুরহাটির
হাওড়া: পুজোর বাজারকে সামনে রেখে নিত্যনতুন পোশাকে ভরপুর হাওড়ার অঙ্কুরহাটির পোশাক হাট। রকমারি পোশাকের বিপুল সম্ভার এসে হাজির হয়েছে অঙ্কুরহাটি পোশাক হাটে। হাওড়া জেলার ঐতিহ্যবাহী মঙ্গলা হাটের পর এই অঙ্কুরহাটি পোশাক হাটের রমরমা। গত কয়েক বছরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই হাট। এখানে মহিলাদের সমস্ত রকমের পোশাকের পাশাপাশি ছোটদের পোশাক পাওয়া যায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন ক্রেতা আসেন তেমনই নানান জায়গা থেকে বিক্রেতারাও এখানে এসে হাজির হন। পার্শ্ববর্তী জেলা থেকেও হাজার হাজার মানুষ আসেন এই হাটে।
এশিয়ার বিখ্যাত পোশাক হাটের মধ্যে একটি হাওড়ার মঙ্গলা হাট। জেলায় এরপরই অঙ্কুরহাটি পোশাক হাটের অবস্থান। কয়েক বছর আগে এই হাট শুরু হলেও ক্রমশ বেড়ে চলেছে এর পরিধি। ১৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বড় বড় বিল্ডিংয়ে একের পর এক পোশাক মার্কেট গড়ে উঠছে। একদিকে মেদিনীপুর অন্যদিকে কলকাতা, নদী পেরিয়ে মেটিয়াবুরুজ যাওয়ার সহজ যোগাযোগ ব্যবস্থা। ফলে এই হাটে দিন দিন ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বাড়ছে। এই হাট আরও বেশি সমৃদ্ধ হওয়ার কারণ ডোমজুড় ও সাঁকরাইল এলাকার বহু ব্যবসায়ী পোশাক তৈরি করে থাকেন দীর্ঘদিন ধরে। সেই সকল ব্যবসায়ীরা সরাসরি এই হাটে এসে নিজেদের তৈরি পোশাক বিক্রি করেন।
advertisement
advertisement
সপ্তাহে দু’দিন বসে অঙ্কুরহাটি পোশাক হাট। এরমধ্যে শুক্রবার পাইকারি বাজারে প্রচুর মানুষের উপস্থিতি দেখা যায়। সারা বছর কম বেশি ক্রেতা-বিক্রেতার উপস্থিতি লেগেই থাকে। তবে দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকে ভিড় বাড়ে ক্রেতাদের। পুজোর ১৫-২০ দিন আগে থেকে অসংখ্য খুচরো ক্রেতা এই হাটে এসে ভিড় করেন। এবার মহিলাদের লেহেঙ্গা, শাড়ির চাহিদা অনেক বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। অন্য দিকে বিচিত্রা ভেলভেট, নেট, শাটিন, ৬০-৬০ শাড়ির ভাল চাহিদা আছে। সুতির ভাল ছাপা তাঁত এবং জামদানি শাড়ির চাহিদাও আছে। এছাড়াও জরি-চুমকি দেওয়া নিত্য নতুন ডিজাইনের শাড়ির চাহিদাও বাড়বে বলেই জানালেন বিক্রেতারা। মূলত পুজোর বাজারকে সামনে রেখে ব্যবসায়ীদের প্রস্তুতি চলছে জোরকদমে।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2023 7:57 PM IST