আরও পড়ুন: এবার ট্রেনে করেই বনগাঁয় আসছেন মা দুর্গা! সঙ্গে থাকছে বৈধ টিকিটও! জানুন
জেলার তথা রাজ্যের অন্যতম পুজো কল্যাণী আইটিআই পার্কে লুমিনাস ক্লাবের। এ বছরে তাদের মণ্ডপ ভাবনায় রয়েছে চীনের গ্রান্ড লিজবোয়া টাওয়ার। সুউচ্চ বিশাল মাপের এই মন্ডপটি বানাতে লেগেছে প্রায় বেশ কয়েক মাসের মত সময়। বানানোর সময় থেকেই এই মন্ডপ ঘিরে উত্তেজনা ছিল প্রত্যেকের মনের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করার পর থেকেই দর্শনার্থীদের ভিড় রয়েছে এই মণ্ডপ দেখার জন্য।
advertisement
আরও পড়ুন: স্লেটে লেখার পেনসিলের উপর পাঁচ মিলিমিটারের দুর্গা প্রতিমা তৈরি করলেন রানাঘাটের শিল্পী
পুলিশ প্রশাসন এবং ক্লাব কর্তৃপক্ষের ভূমিকাও রয়েছে তৎপর। প্রবেশ এবং বাহির পথ পৃথক রেখে ধীরে ধীরে সকল দর্শনার্থীদের মন্ডপ দেখার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন তারা। মন্ডপের ভেতরটি সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে এবং সর্বশেষে রয়েছে প্রতিমা। প্রতিমার গায়ে পড়ানো হয়েছে প্রায় ৫০ কেজিরও বেশি সোনার অলংকার। আর এই সোনার অলংকার প্রতিমাকে পরিয়েছে দেশের এক নামী স্বর্ণ বিক্রেতা, এমনটাই জানা যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে।
Mainak Debnath