Micro Durga Idol: স্লেটে লেখার পেনসিলের উপর পাঁচ মিলিমিটারের দুর্গা প্রতিমা তৈরি করলেন রানাঘাটের শিল্পী
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Micro Durga Idol: পাঁচ মিলিমিটারের স্লেট পেনসিল দিয়ে দুর্গা তৈরি করেছেন যা কলকতায় একটি পুজো মণ্ডপে পাঠানোর কথা হচ্ছে। তৈরি করতে লেগেছে প্রায় দেড় মাস।
নদিয়া: স্লেটে লেখার পেনসিলের উপর পাঁচ মিলিমিটারের দুর্গা প্রতিমা, রানাঘাটের মানিক বাবুর শিল্পকর্ম নেটদুনিয়ায় ভাইরাল। বিভিন্ন শিল্পী তাঁদের হাতের ছোঁয়ায় দেবীকে তৈরি করে করছেন। রানাঘাট রামনগরের মানিক দেবনাথ তৈরি করেছেন পাঁচ মিলিমিটারের দুর্গা।
সাধারণত আমাদের হাতেখড়ি শুরু হয় স্লেট পেনসিল দিয়ে, সেই ভাবনা থেকে মানিক দেবনাথ তৈরি করেছেন এই দুর্গা। হাতের ছোঁয়ায় তিনি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তৈরি করেছেন। স্লেট পেনসিল ছাড়াও নানা ধরনের রং, আঠা দিয়ে ছোট দুর্গা, বা নানা ধরনের জিনিস দিয়ে ১৮টি ছোট দুর্গা তৈরি করেছেন বিভিন্ন বছরে। গত বছর পাঁচ মিলিমিটারের দুর্গা তৈরি করেছিলেন যা কলকাতার রাসবিহারীর একটি পুজো মণ্ডপে স্থান পেয়েছিল।
advertisement
advertisement
আর এই বছর আবার পাঁচ মিলিমিটারের স্লেট পেনসিল দিয়ে দুর্গা তৈরি করেছেন যা কলকতায় একটি পুজো মণ্ডপে পাঠানোর কথা হচ্ছে। তৈরি করতে লেগেছে প্রায় দেড় মাস। তবে এই ধরনের কাজ করতে চোখের ওপর চাপ বেশি পরে তাও চেষ্টা চালিয়ে যাবেন ৬২ বছরের মানিক দেবনাথ। বর্তমানে বিভিন্ন জায়গায় তাঁর কাজের যেমন সুখ্যাতি হচ্ছে পাশাপাশি বিভিন্ন প্রদর্শনীতেও যাচ্ছেন।
advertisement
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2023 6:39 PM IST