আলোয় ঝলমলে কৃষ্ণনগর রাজবাড়ি! মায়ের দর্শনে মহাসপ্তমী থেকে উপচে পড়া ভিড়! বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির পূর্ণ মিলনক্ষেত্র
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia Durga Puja: নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ি দুর্গোৎসব বাংলার ঐতিহ্যের একটি অঙ্গ। সপ্তমীর সকাল থেকেই সেই ঐতিহ্য প্রত্যক্ষ করতে রাজবাড়ির প্রাঙ্গণে ভিড় জমাল হাজার হাজার দর্শনার্থীর।
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: সপ্তমীর সকালে কৃষ্ণনগর রাজবাড়িতে ঠাকুর দেখতে উপচে পড়ল ভিড়। নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ি দুর্গোৎসব বাংলার ঐতিহ্যের অঙ্গ। সপ্তমীর সকাল থেকেই সেই ঐতিহ্য প্রত্যক্ষ করতে রাজবাড়ির প্রাঙ্গণে ভিড় জমাল হাজার হাজার দর্শনার্থীর। সকাল থেকেই দীর্ঘ লাইন পড়ে যায় মণ্ডপে প্রবেশের জন্য। বয়স্ক থেকে তরুণ, স্থানীয় বাসিন্দা থেকে বাইরের পর্যটক- সকলের ভিড় জমে ঐতিহাসিক দুর্গাপুজোকে একনজর দেখার জন্য।
কৃষ্ণনগর রাজপরিবারের এই পুজো অনেক পুরনো। রাজপরিবারের ঐতিহ্যবাহী নিয়মে সপ্তমীর সকালে দেবী দুর্গার পুজো করা হয়। সেই পুজো দেখার জন্য দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয়দের পাশাপাশি কলকাতা, বহরমপুর, রানাঘাট-সহ জেলা ও জেলার বাইরে থেকেও বহু দর্শনার্থী হাজির হন পুজোর এই কটা দিন কৃষ্ণনগর রাজবাড়িতে।
আরও পড়ুনঃ দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির এবার আসানসোলেই! বিগ বাজেটের পুজোয় চোখ ধাঁধানো চমক, ভাবছেন কীভাবে যাবেন? এক ক্লিকে রুট ম্যাপ
পুজোর দিনে রাজবাড়ির ভিতর-বাহির আলোকসজ্জায় ঝলমল করে ওঠে। ঐতিহাসিক স্থাপত্যের সঙ্গে প্রতিমার ঐশ্বর্য মিলে দর্শকদের মনে এক বিশেষ আবেগ সৃষ্টি করে। দর্শনার্থীরা জানিয়েছেন, কৃষ্ণনগরের রাজবাড়ির দুর্গোৎসব শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক এক মিলনক্ষেত্র। অনেকে আবার বলেছেন, এখানে এলে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সরাসরি পরিচয় হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের পক্ষ থেকেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ ও স্বেচ্ছাসেবকরা ভিড় সামলাতে সক্রিয় ছিলেন। সুষ্ঠুভাবে ভক্তদের প্রবেশ নিশ্চিত করতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। সপ্তমীর সকালে এই ভিড়ই প্রমাণ করে, সময় যতই এগিয়ে যাক, কৃষ্ণনগর রাজবাড়ির পুজোর ঐতিহ্য এবং আবেগ আজও সমানভাবে উজ্জ্বল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
September 29, 2025 6:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আলোয় ঝলমলে কৃষ্ণনগর রাজবাড়ি! মায়ের দর্শনে মহাসপ্তমী থেকে উপচে পড়া ভিড়! বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির পূর্ণ মিলনক্ষেত্র