Durga Puja Kalyani Route Map: পুজোতে কল্যাণী আসছেন? আইটিআই ছাড়া পাশাপাশি আর কী কী বড় পুজো দেখতে পাবেন জানুন

Last Updated:
Durga Puja Kalyani Route Map: কলকাতার বাইরেও পুজো জমজমাট! কল্যাণীর এই ৩টি বড় পুজো প্যান্ডেল আপনার মন জয় করে নেবে
1/6
বেশ কয়েক বছর ধরে দুর্গাপুজোর জন্যে কলকাতার পরেই যদি কোনও শহরের নাম উঠে আসে তা হল কল্যাণী, তবে কল্যাণীর পূজা মানেই শুধু আইটিআই মোরের লুমিনাস ক্লাব নয়। কল্যাণীতে রয়েছে একাধিক বড় ও মাঝারি পুজো মন্ডপ যা দেখলে মন জুড়িয়ে যাবে আপনারও। জেনে নিন কি কি? (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বেশ কয়েক বছর ধরে দুর্গাপুজোর জন্যে কলকাতার পরেই যদি কোনও শহরের নাম উঠে আসে তা হল কল্যাণী, তবে কল্যাণীর পূজা মানেই শুধু আইটিআই মোরের লুমিনাস ক্লাব নয়। কল্যাণীতে রয়েছে একাধিক বড় ও মাঝারি পুজো মন্ডপ যা দেখলে মন জুড়িয়ে যাবে আপনারও। জেনে নিন কি কি? (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
কল্যাণী এ নাইন স্কয়ার পার্ক: আইটিআই মোরের পরে যদি কোন পুজোর কথা বলতেই হয় তবে সেটা কল্যাণী এ নাইন স্কয়ার পার্ক। বেশ কয়েক বছর ধরে তারাও একের পর এক মন্ডপ বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে! এ বছরেও তারা তাদের শিল্পকলায় কলকাতার যেকোন বড় পূজা মন্ডপকে ছাপিয়ে যাওয়ার মত ক্ষমতা রেখেছেন। কল্যাণী স্টেশন থেকে পায়ে হাঁটা পথ।
কল্যাণী এ নাইন স্কয়ার পার্ক: আইটিআই মোরের পরে যদি কোন পুজোর কথা বলতেই হয় তবে সেটা কল্যাণী এ নাইন স্কয়ার পার্ক। বেশ কয়েক বছর ধরে তারাও একের পর এক মন্ডপ বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে! এ বছরেও তারা তাদের শিল্পকলায় কলকাতার যেকোন বড় পূজা মন্ডপকে ছাপিয়ে যাওয়ার মত ক্ষমতা রেখেছেন। কল্যাণী স্টেশন থেকে পায়ে হাঁটা পথ।
advertisement
3/6
কল্যাণী রথ তলা: এই প্যান্ডেলটি তুলনামূলক স্টেশন থেকে একটু দূরে, বাইক কিংবা গাড়ি না থাকলে ই রিক্সা করে যাওয়াই যায়। তবে গেলে নিরাশ হবেন না। অন্যান্য পুজোগুলির মতো এই পুজোও কোনও অংশে কম নয়। প্রত্যেক বছরই দর্শকদের একের পর এক মন্ডপ বানিয়ে উপহার দিয়েছে তারা।
কল্যাণী রথ তলা: এই প্যান্ডেলটি তুলনামূলক স্টেশন থেকে একটু দূরে, বাইক কিংবা গাড়ি না থাকলে ই রিক্সা করে যাওয়াই যায়। তবে গেলে নিরাশ হবেন না। অন্যান্য পুজোগুলির মতো এই পুজোও কোনও অংশে কম নয়। প্রত্যেক বছরই দর্শকদের একের পর এক মন্ডপ বানিয়ে উপহার দিয়েছে তারা।
advertisement
4/6
কল্যাণী সেন্ট্রাল পার্ক: তুলনামূলক কম চর্চা হলেও কল্যাণী গিয়ে মাত্র তিনটে প্যান্ডেল দেখে ফিরে না এসে দেখে নেবেন কল্যাণী সেন্ট্রাল পার্কের পুজোটিও। থিমসাম পরিবেশে এই পুজো দেখতেও ভালো লাগবে সকলেরই। প্যান্ডেলে কারুকার্য ও প্রতিমার শিল্পকলা দেখে মুগ্ধ হতে বাধ্য আপনি।
কল্যাণী সেন্ট্রাল পার্ক: তুলনামূলক কম চর্চা হলেও কল্যাণী গিয়ে মাত্র তিনটে প্যান্ডেল দেখে ফিরে না এসে দেখে নেবেন কল্যাণী সেন্ট্রাল পার্কের পুজোটিও। থিমসাম পরিবেশে এই পুজো দেখতেও ভালো লাগবে সকলেরই। প্যান্ডেলে কারুকার্য ও প্রতিমার শিল্পকলা দেখে মুগ্ধ হতে বাধ্য আপনি।
advertisement
5/6
এছাড়াও বেশ কিছু ছোট মাঝারি পুজো রয়েছে যা আপনি স্থানীয় ই রিক্সা কিংবা অটো রিক্সাকে বললে পেয়ে যাবেন খোঁজ। এছাড়াও সম্ভব হলে কল্যাণী থেকে চলে যেতে পারেন পরের স্টেশন কাঁচরাপাড়া যেখানেও হাড্ডাহাড্ডি লড়াই চলে সমস্ত পুজো মন্ডপ গুলির মধ্যে।
এছাড়াও বেশ কিছু ছোট মাঝারি পুজো রয়েছে যা আপনি স্থানীয় ই রিক্সা কিংবা অটো রিক্সাকে বললে পেয়ে যাবেন খোঁজ। এছাড়াও সম্ভব হলে কল্যাণী থেকে চলে যেতে পারেন পরের স্টেশন কাঁচরাপাড়া যেখানেও হাড্ডাহাড্ডি লড়াই চলে সমস্ত পুজো মন্ডপ গুলির মধ্যে।
advertisement
6/6
তাহলে আর দেরি কিসের, পরিবার কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে কলকাতার চিরাচরিত ঠাকুর একদিনের জন্য বিরত রেখে চলে আসুন জেলার এই বিশেষ বিশেষ প্যান্ডেল গুলি দেখতে! যেগুলি কলকাতা শহরতলী থেকে কোনও অংশেই কম নয়।
তাহলে আর দেরি কিসের, পরিবার কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে কলকাতার চিরাচরিত ঠাকুর একদিনের জন্য বিরত রেখে চলে আসুন জেলার এই বিশেষ বিশেষ প্যান্ডেল গুলি দেখতে! যেগুলি কলকাতা শহরতলী থেকে কোনও অংশেই কম নয়।
advertisement
advertisement
advertisement