TRENDING:

আলোয় ঝলমলে কৃষ্ণনগর রাজবাড়ি! মায়ের দর্শনে মহাসপ্তমী থেকে উপচে পড়া ভিড়! বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির পূর্ণ মিলনক্ষেত্র

Last Updated:

Nadia Durga Puja: নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ি দুর্গোৎসব বাংলার ঐতিহ্যের একটি অঙ্গ। সপ্তমীর সকাল থেকেই সেই ঐতিহ্য প্রত্যক্ষ করতে রাজবাড়ির প্রাঙ্গণে ভিড় জমাল হাজার হাজার দর্শনার্থীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: সপ্তমীর সকালে কৃষ্ণনগর রাজবাড়িতে ঠাকুর দেখতে উপচে পড়ল ভিড়। নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ি দুর্গোৎসব বাংলার ঐতিহ্যের অঙ্গ। সপ্তমীর সকাল থেকেই সেই ঐতিহ্য প্রত্যক্ষ করতে রাজবাড়ির প্রাঙ্গণে ভিড় জমাল হাজার হাজার দর্শনার্থীর। সকাল থেকেই দীর্ঘ লাইন পড়ে যায় মণ্ডপে প্রবেশের জন্য। বয়স্ক থেকে তরুণ, স্থানীয় বাসিন্দা থেকে বাইরের পর্যটক- সকলের ভিড় জমে ঐতিহাসিক দুর্গাপুজোকে একনজর দেখার জন্য।
advertisement

কৃষ্ণনগর রাজপরিবারের এই পুজো অনেক পুরনো। রাজপরিবারের ঐতিহ্যবাহী নিয়মে সপ্তমীর সকালে দেবী দুর্গার পুজো করা হয়। সেই পুজো দেখার জন্য দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয়দের পাশাপাশি কলকাতা, বহরমপুর, রানাঘাট-সহ জেলা ও জেলার বাইরে থেকেও বহু দর্শনার্থী হাজির হন পুজোর এই কটা দিন কৃষ্ণনগর রাজবাড়িতে।

আরও পড়ুনঃ দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির এবার আসানসোলেই! বিগ বাজেটের পুজোয় চোখ ধাঁধানো চমক, ভাবছেন কীভাবে যাবেন? এক ক্লিকে রুট ম্যাপ

advertisement

পুজোর দিনে রাজবাড়ির ভিতর-বাহির আলোকসজ্জায় ঝলমল করে ওঠে। ঐতিহাসিক স্থাপত্যের সঙ্গে প্রতিমার ঐশ্বর্য মিলে দর্শকদের মনে এক বিশেষ আবেগ সৃষ্টি করে। দর্শনার্থীরা জানিয়েছেন, কৃষ্ণনগরের রাজবাড়ির দুর্গোৎসব শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক এক মিলনক্ষেত্র। অনেকে আবার বলেছেন, এখানে এলে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সরাসরি পরিচয় হয়।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

প্রশাসনের পক্ষ থেকেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ ও স্বেচ্ছাসেবকরা ভিড় সামলাতে সক্রিয় ছিলেন। সুষ্ঠুভাবে ভক্তদের প্রবেশ নিশ্চিত করতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। সপ্তমীর সকালে এই ভিড়ই প্রমাণ করে, সময় যতই এগিয়ে যাক, কৃষ্ণনগর রাজবাড়ির পুজোর ঐতিহ্য এবং আবেগ আজও সমানভাবে উজ্জ্বল।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আলোয় ঝলমলে কৃষ্ণনগর রাজবাড়ি! মায়ের দর্শনে মহাসপ্তমী থেকে উপচে পড়া ভিড়! বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির পূর্ণ মিলনক্ষেত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল