কৃষ্ণনগর রাজপরিবারের এই পুজো অনেক পুরনো। রাজপরিবারের ঐতিহ্যবাহী নিয়মে সপ্তমীর সকালে দেবী দুর্গার পুজো করা হয়। সেই পুজো দেখার জন্য দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয়দের পাশাপাশি কলকাতা, বহরমপুর, রানাঘাট-সহ জেলা ও জেলার বাইরে থেকেও বহু দর্শনার্থী হাজির হন পুজোর এই কটা দিন কৃষ্ণনগর রাজবাড়িতে।
advertisement
পুজোর দিনে রাজবাড়ির ভিতর-বাহির আলোকসজ্জায় ঝলমল করে ওঠে। ঐতিহাসিক স্থাপত্যের সঙ্গে প্রতিমার ঐশ্বর্য মিলে দর্শকদের মনে এক বিশেষ আবেগ সৃষ্টি করে। দর্শনার্থীরা জানিয়েছেন, কৃষ্ণনগরের রাজবাড়ির দুর্গোৎসব শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক এক মিলনক্ষেত্র। অনেকে আবার বলেছেন, এখানে এলে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সরাসরি পরিচয় হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের পক্ষ থেকেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ ও স্বেচ্ছাসেবকরা ভিড় সামলাতে সক্রিয় ছিলেন। সুষ্ঠুভাবে ভক্তদের প্রবেশ নিশ্চিত করতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। সপ্তমীর সকালে এই ভিড়ই প্রমাণ করে, সময় যতই এগিয়ে যাক, কৃষ্ণনগর রাজবাড়ির পুজোর ঐতিহ্য এবং আবেগ আজও সমানভাবে উজ্জ্বল।