রথযাত্রার দিন মায়াপুর, রাজাপুর জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে বের হবে জগন্নাথ দেবের সুসজ্জিত রথযাত্রা। আজকের স্নান যাত্রা উৎসবকে ঘিরে সকাল থেকেই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভক্তবৃন্দ দের ভিড় উপচে পরে রাজাপুর জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেবের অধিবাসের পর রবিবার স্নান যাত্রা উপলক্ষে সারা দিন ব্যাপী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নানা ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। কথিত আছে, জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে তার জ্বর হয়। এবং তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান।
advertisement
আরও পড়ুন-ডাক্তার দেখাতে গিয়েই ঘটে গেল বিরাট দুর্ঘটনা, তারপর যা হল…
আরও পড়ুন-রেলের ‘কবচ’ কোথায়? রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ ফিরহাদের
এরপর রথযাত্রার দিন জগন্নাথ দেব সুসজ্জিত রথে করে নিজের আদি গ্রাম রাজাপুর থেকে মাসির বাড়ি মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে আসেন। সেখানে মহাসমারোহে চলে জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব। এবং উল্টো রথের দিন জগন্নাথ দেব পুনরায় ফিরে যান রাজাপুরের জগন্নাথ মন্দিরে। প্রতি বছরের মতো এবারও মায়াপুর ইসকন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা উৎসবকে ঘিরে দেশ ও বিদেশের উপস্থিত অসংখ্য ভক্তদের সমাগম ঘটেছে রাজাপুর মন্দির প্রাঙ্গনে।
Mainak Debnath