নতুন জেলার হিসাব ধরলে সেগুলি নদিয়া জেলার অন্তর্ভুক্ত হতে পারে। আর বাকী আটটি অঞ্চল হাঁসখালী ব্লকে। অর্থাৎ হাঁসখালী ব্লক হওয়ার সুবাদে রানাঘাট মহকুমা এলাকা। নতুন জেলা হলে সেই ৮ টি অঞ্চলের মানুষ রানাঘাট জেলার বাসিন্দা হবে। এভাবে আদৌ সম্ভব কিনা যে একটা বিধানসভার অর্ধেক রানাঘাট জেলার, বাকী অর্ধেক নদিয়া জেলার তা নিয়ে দ্বন্দ্বে সাধারণ মানুষ।
advertisement
আরও পড়ুনঃ গঙ্গায় হঠাৎ ভেসে উঠল ছোট বড় মরা মাছ! মাথায় হাত মৎস্যজীবীদের
জেলার এক আধিকারিকের মতে এই কৃষ্ণগঞ্জ ব্লক নিয়ে সমস্যা হবেই। রাজ্য সরকার যদি রানাঘাট জেলা করেই তবে কৃষ্ণগঞ্জ ব্লক এলাকা এবং কৃষ্ণগঞ্জ থানা এলাকাকেও রানাঘাট জেলার অন্তর্ভুক্ত করতে হবে, না হলে সাংবিধানিক সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
advertisement
Mainak Debnath
Location :
First Published :
August 05, 2022 5:31 PM IST