TRENDING:

Nadia News: রাজনীতির ময়দানে পা দিয়েই পঞ্চায়েত প্রধান! মাজদিয়ায় চমক

Last Updated:

প্রথমবার রাজনীতির ময়দানে পা দিয়েই নদিয়ার পানশিলা পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন তৃণমূলের কৃষ্ণা দাস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: অবশেষে মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচিত হল। পানশিলা পঞ্চায়েতের মোট ২৪ টি আসনের মধ্যে তৃণমূল এককভাবে ১৩ টিতে জিতে বোর্ড গঠন করেছে। বিজেপি পেয়েছে বাকি ১১ টি আসন। এদিন পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হন কৃষ্ণা দাস এবং উপপ্রধান হন সহিদুল শেখ।
advertisement

আরও পড়ুন: রবিবার ক্লাস হয়! এই স্কুলের বিশেষত্ব শুনলে চোখ কপালে উঠবে আপনার

১৯৪ নম্বর বুথ থেকে এই প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতের ভোটে দাঁড়িয়েছিলেন কৃষ্ণা দাস। এর আগে রাজনীতির সঙ্গে যুক্ত‌ও ছিলেন না। কিন্তু প্রথমবারই পঞ্চায়েত ভোটে জিতেই প্রধান হয়ে গেলেন। উপপ্রধান সহিদুল শেখ ২১৩ নম্বর বুথ থেকে জয়লাভ করেন। এদিন পঞ্চায়েতের সব কর্মকর্তা এবং আধিকারিকদের উপস্থিতিতে মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পবিত্রা নন্দীর থেকে দায়িত্বভার বুঝে‌ নেন সদ্য নির্বাচিত প্রধান কৃষ্ণা দাস এবং উপপ্রধান সহিদুল শেখ। প্রধান কৃষ্ণ দাস জানান, উন্নয়নের কাজে তিনি দল দেখবেন না, সবাইকে নিয়েই এগিয়ে যাবেন।

advertisement

View More

২০১৮ -এর পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের সমর্থনে এই এখানে বোর্ড গড়েছিল বিজেপি। এবারে এককভাবেই সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড দখল করে তারা। এদিকে স্বরূপগঞ্জ পঞ্চায়েত তৃণমূলের থেকে ছিনিয়ে নিল বিজেপি। এই পঞ্চায়েতের মোট ২৬ টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ১০ টি, বিজেপিও ১০ টি আসনে জেতে। সিপিএম পায় ৬ টি আসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: রাজনীতির ময়দানে পা দিয়েই পঞ্চায়েত প্রধান! মাজদিয়ায় চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল