East Bardhaman News: রবিবার ক্লাস হয়! এই স্কুলের বিশেষত্ব শুনলে চোখ কপালে উঠবে আপনার

Last Updated:

ইংরেজদের আইন না মানার জন্য আজও গোপালপুর মুক্তকেশী উচ্চ বিদ্যালয়ে রবিবার ক্লাস হয় আর সোমবার স্কুল ছুটি থাকে

+
পূর্ব

পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে এই স্কুল 

পূর্ব বর্ধমান: এলাকার শিক্ষার প্রসারে গড়ে উঠেছিল স্কুল। দেশজুড়ে তখন ইংরেজ বিরোধী আন্দোলন জোরালো হয়েছে। যার প্রভাব পড়েছিল পূর্ব বর্ধমানের প্রত্যন্ত এলাকার এই স্কুলে। ইংরেজদের বিরোধিতায় এলাকার মানুষের সঙ্গে স্কুলের পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মীদের গলায় তখন এক সুর।ইংরেজদের আইনে রবিবার স্কুল ছুটি থাকত, যা স্বাধীনতার পরও দেশের বেশিরভাগ জায়গায় চালু আছে। সেই সময় ইংরেজদের বিরোধিতা করে গোপালপুর মুক্তকেশী উচ্চ বিদ্যালয় রবিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেয়। পরিবর্তে সপ্তাহের প্রথম কাজের দিন অর্থাৎ সোমবার স্কুল ছুটি দেওয়ার প্রথা চালু হয়েছিল, যা আজও বহমান। স্বাধীনতার এতগুলো বছর পরেও জেলার এই স্কুল সোমবার ছুটি থাকে।
আজও পূর্ব বর্ধমানের এই স্কুলে রবিবার স্বাভাবিক পঠনপাঠন হয়। জামালপুরের এই হাই স্কুলের প্রথা শুধু নয়, ইংরেজদের বিরোধিতায় তার নাম উজ্জ্বল। গোপালপুর মুক্তকেশী উচ্চ বিদ্যালয়কে নিয়ে গর্বিত এলাকার মানুষ। এই স্কুলটি প্রতিষ্ঠা হয়েছিল ১৯২২ সালের ৫ জানুয়ারি। স্থানীয়রাই গড়ে তুলেছিলেন এই স্কুল। চরম অর্থাভাব থাকা সত্ত্বেও ইংরেজদের সহায়তা নেওয়া হয়নি। এই এলাকার মানুষের মধ্যে দেশভক্তির পরিমাণ এতই প্রবল ছিল যে তাঁরা কোন‌ও কিছুতেই ইংরেজদের সাহায্য নিতেন না।
advertisement
advertisement
স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গোপালপুর মুক্তকেশী উচ্চ বিদ্যালয়ের নাম জড়িয়ে আছে।৯৮ বছর অতিক্রম করেও এই স্কুলে এখনও রবিবার স্কুল খোলা থাকে। রাজ্যে আর কোনও স্কুলে এমন নজির নেই। বর্তমান শিক্ষকরাও সানন্দে এখানে রবিবার স্কুলে আসেন। পড়ুয়ারাও আসে। তাদের মনে এই নিয়ে কোন‌ও আক্ষেপ নেই। সারা বর্ধমানের গর্ব এই স্কুল।
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: রবিবার ক্লাস হয়! এই স্কুলের বিশেষত্ব শুনলে চোখ কপালে উঠবে আপনার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement