আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাড়ির অন্যতম সদস্য বিকাশ ভট্টাচার্য জানান, “আমাদের এই বাড়ি তৈরি হয়েছে ১৯২০ সালে। আর এই জগদ্ধাত্রী পুজো আরম্ভ হয়েছে ১৯২১ সালে। অর্থাৎ এবারে ১০২ বছরের পুজো। আমাদের এই পুজো কোনওদিন বন্ধ হয় না।। চার বছর আগে আমার মা গত হয়েছেন উনি যখন মারা গিয়েছেন তখন গ্রামের থেকে লোকরা এসে পুজো করেছে কিন্তু পুজো বন্ধ হয়নি। এটি আমাদের বাড়ির দেবতা মায়ের মূর্তি অষ্টশত দিয়ে তৈরি সেই কারণেই মায়ের মূর্তি কখনো বিসর্জন হয় না। কেবলমাত্র ঘট বিসর্জন হয়। অষ্টধাতুর এই প্রতিমা খুবই কম দেখা যায়।”
advertisement
ভক্তদের বিশ্বাস দেবী ভক্তদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন। তাই তাঁর দুয়ারে আসার অর্থ সৌভাগ্যের দরজা খুলে যাওয়া।
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2023 4:36 PM IST