আরও পড়ুন: চার মাস যেতে না যেতেই ৯ লাখের ঘড়ির কাঁটা ঘুরছে উল্টোদিকে!
বগুলা কলেজের প্রাক্তন ছাত্র গৌরব সরকার তাঁর ‘ভাইয়ের’ স্মৃতিতে ‘স্বপ্ন’ রাখি তৈরি করেছেন। যাদবপুরে হোস্টেলের ছাদ থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় নদিয়ার বগুলারই এক ছাত্রের। সবে মাত্র তিন দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্লাস করেছিলেন। তারই এমন পরিণতিতে তোলপাড় শুরু হয় বাংলাজুড়ে। পুলিশ তদন্ত নেমে জানতে পারে র্যাগিং-এর শিকার ছিল ওই ছেলেটি। তার উপর পাশবিক নির্যাতন হয়েছে। ওই পড়ুয়ার মৃত্যুর সঠিক তদন্তের দাবি করে রাস্তায় নামে সব ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল। এই প্রেক্ষাপটে ওই পড়ুয়ার স্মৃতিতে তৈরি রাখি বেশ সাড়া ফেলে দিয়েছে।
advertisement
রানাঘাট তালপুকুর পাড়ার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌরব সরকারের এই উদ্যোগ অনেকের মন ছুঁয়ে গিয়েছে। তিনি ইতিমধ্যেই ১০ টি ‘স্বপ্ন’ রাখি তৈরি করেছেন। নারকেল গাছ থেকে পড়ে যাওয়া ছোট কুচি এবং পাট দিয়ে এই রাখি তৈরি হয়েছে। প্রায় তিনদিন সময় লেগেছে এই রাখি তৈরি করতে। এই প্রসঙ্গে গৌরব বলেন, সবারই স্বপ্ন থাকে। ওই ছাত্রের স্বপ্ন ছিল আইএস অফিসার হবে। কিন্তু তার স্বপ্ন চিরতরে শেষ হয়ে গেল। এইরকম স্বপ্ন যেন আর শেষ না হয়, র্যাগিং-এর বিরুদ্ধে গর্জে ওঠার এই ভাবনা নিয়েই এমন রাখি তৈরি করেছেন বলেই জানান।
মৈনাক দেবনাথ