এই বছর ছোট ছোট শহরে তৈরি হয়েছে আইপিএল-র ফ্যান পার্ক। সেখানে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে প্রিয় দলের ম্যাচ। তাতে স্টেডিয়ামে বসে খেলা দেখতে না পারার আক্ষেপ অনেকটাই ঘুচবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই বছর সেই ফ্যান পার্কের তালিকায় নাম উঠল নদিয়ার কৃষ্ণনগরের। এখানকার দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে তৈরি হয়েছে আইপিএল ফ্যান পার্ক।
advertisement
আরও পড়ুন: সর্বভারতীয় অঙ্ক পরীক্ষায় চমকে দেওয়া ফল বাংলার আদিবাসী পড়ুয়ার
নদিয়ায় খেলাধুলার প্রচলন বরাবরই যথেষ্ট ভালো। এখানকার কল্যাণী স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ম্যাচ পর্যন্ত হয়। কিন্তু দূরত্বের কারণে ইডেনে সব সময় খেলা দেখতে যাওয়া সম্ভব হয় না। সেই কথা মাথায় রেখেই সঙ্গে সিএবির যৌথ উদ্যোগে কৃষ্ণনগরে তৈরি হয়েছেএই আইপিএল ফ্যান পার্ক। এই প্রসঙ্গে সিএবির অ্যাপেক্স কাউন্সিলের সদস্য অর্ধেন্দু কুমার ঘোষ জানান, দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামের আইপিএল ফ্যান পার্কে দু'দিনে চারটি ম্যাচ দেখানো হবে। প্রায় সাত থেকে আট হাজার ক্রিকেটপ্রেমী একসঙ্গে আইপিএলের উত্তাপ গ্রহণ করবেন। পাশাপাশি এই ফ্যান পার্কে ঢোকার কোনও প্রবেশমূল্য থাকছে না বলেও জানান তিনি।
মৈনাক দেবনাথ