তবে আশ্চর্যের বিষয় হল যে কয়েকদিন আগেই গরুটি একসাথে তিনটি বাছুর প্রসব করে। সাধারণত দেখা যায় যে কোনো গরু একটি অথবা দুটি বাচ্চা একসাথে প্রসব করে, কিন্তু একসাথে তিনটি বাচ্চা প্রসব করে ঝর্ণা মজুমদারের গরু এখন পাড়ায় বিখ্যাত। আপাতত সুস্থই রয়েছে তিনটি বাছুর। তিনটির মধ্যে দুটি ছেলে বাছুর ও একটি মেয়ে।
advertisement
আরও পড়ুনঃ সীমান্তের কাঁটাতার পেরিয়ে দুয়ারে সরকারের আয়োজন
তবে আর্থিক দিক থেকে ঝর্ণা মজুমদারের অবস্থা ভালো নয়। সেই কারণে একসাথে তিনটি বাছুর ও তার স্পর্শ গরুকে লালন-পালন করা পুষ্টিকর খাবার খাওয়ানো তার দ্বারা সম্ভব হচ্ছে না বলে। তিনি জানান তার গরু রাখার গোয়াল ঘর পর্যন্ত নেই। গরু সমেত তিনটি বাছুরকে একসাথে পোষার ক্ষমতা তার নেই।
আরও পড়ুনঃ মহারাষ্ট্র থেকে ২৩ লক্ষ টাকার সোনা চুরির অভিযোগে গ্রেফতার শান্তিপুরের যুবক
এভাবে চলতে থাকলে তিনি বাছুর গুলি কে বাঁচাতে পারবেন না বলে জানান। তিনি চান কোন সহৃদয় ব্যক্তি তাকে সাহায্য করুক। এখন দেখা যাক ঝর্ণা মজুমদারের আর্জি শুনে কেউ এগিয়ে আসেন কিনা!
Mainak Debnath