কারিগর রাজু অধিকারীর জানান , তিনি ৩০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত । এই পেশা ছিল তার পূর্বপুরুষদের। তিনি বলেন, আগেই এই অস্ত্র অন্য ধাতু অর্থাৎ টিন দিয়ে অস্ত্র তৈরি হত। আর এখন বর্তমানে পিতল দিয়ে অস্ত্র তৈরি করা হয়। অন্যান্য বছরে তুলনায় এবছর তাদের অস্ত্রের চাহিদাও বেশি বলে তিনি জানান।
advertisement
আরও পড়ুন-‘শয্যাসঙ্গী’ থেকে ব্যর্থ প্রেমিক! বলিউডের চিরকুমার সলমনের প্রেমিকার সংখ্যা শুনলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- ‘পরের বছরেই বিয়ে’, Big Secret ফাঁস করলেন বঙ্গতনয়া ত্রিধা, পাত্র কে জানেন?
তিনি বলেন, এ বছর কাঁচামালের দামও বেশি হওয়ায় একটু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তবে তাদের তৈরি অস্ত্রের চাহিদাও যেহেতু বেশি তাই সেই অসুবিধা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন। এবছর তারা সর্বোচ্চ সাত ফুট উচ্চতার খাড়া তৈরি করেন মা কালীর। তাদের কাছে ছোট থেকে বড় সমস্ত অস্ত্রের মূল্য ভিন্ন। সর্বনিম্ন অস্ত্রের মূল্য ১০০ টাকা থেকে শুরু করে ৮ হাজার টাকার অস্ত্র তাদের কাছে পাওয়া যায়।
কারিগর নীলমাধব বাবু বলেন, তারা মূলত সমস্ত দেব-দেবীর অস্ত্র তৈরি করেন। কারণ, বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ, তাই সমস্ত পুজোতেই দেব-দেবীর প্রতিমার সঙ্গে অস্ত্রের প্রয়োজন হয়। তারা মা কালী , দেবী দুর্গা, দেবী জগদ্ধাত্রী ও রাসের প্রতিমার অস্ত্র থেকে শুরু করে সমস্ত দেবদেবীর অস্ত্র তারা তৈরি করে থাকেন। ঠিক তেমনই কালীপুজোর সময় এখন মা কালীর হাতের অস্ত্র তৈরিতে তারা ব্যস্ত। সমস্ত পুজোর আগেই তারা নির্দিষ্ট সেই দেবদেবীর অস্ত্র তৈরি করে থাকেন বলে জানান রাজু অধিকারী। তাদের তৈরি খাড়া বা অস্ত্র মূলত বাংলা হয়ে বিহার ওড়িশা এমনকি ভিন দেশেও পাড়ি দেয় । রাজু বাবুর বাড়িতে তিনি সহ আরও ১৫ জন এই অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত আছেন।
Mainak Debnath