শান্তিপুর নতুন পাড়ার যুবক শরিফুল শেখের অভিযোগ, গতকাল রাত্রি দশটা নাগাদ সে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। সকালবেলা দোকান খুলতে এসে দেখে দোকানের পেছনের তিন কাটা, দোকানের ভেতরে ঢুকে দেখে সবকিছু লন্ডভন্ড। অভিযোগ, শীতের নতুন জামাকাপড় তুলেছিলেন ওই যুবক, আর ওইসব শীতের জামাকাপড় সহ বেশ কিছু অন্যান্য জামাকাপড় চুরি করে নেয় দুষ্কৃতীরা। তবে জামা কাপড়ের দোকানটি একদম রাজপথের পাশেই, রাতের অন্ধকারে কিভাবে চুরির ঘটনা ঘটল তা কিছুতেই বুঝে উঠতে পারছে না আশেপাশের অন্যান্য দোকানিরা।
advertisement
আরও পড়ুনঃ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার! পা ফসকে গেলেই জলে!
তবে এই দুঃসাহসিক চুরির ঘটনায় শান্তিপুর থানার দ্বারস্থ হয় দোকানদার শরিফুল শেখ, এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। তবে প্রতিদিনই যেভাবে শান্তিপুরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে তাতে করে স্বাভাবিকভাবেই রীতিমত দুশ্চিন্তায় বিভিন্ন ব্যবসায়িক মহল।
Mainak Debnath