TRENDING:

Nadia News: আবারও চুরি শান্তিপুরে! রাতের অন্ধকারে দোকানের টিন কেটে লক্ষাধিক টাকার চুরি

Last Updated:

একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা সামনে আসছে নদীয়ার শান্তিপুর থেকে। বেশ কয়েকদিন আগে পরপর কয়েকটি মন্দির থেকে চুরির ঘটনা সামনে উঠে এসেছিল। তবে এবার মন্দির নয় শান্তিপুরের রাজপথের পাশে একটি জামা কাপড়ের দোকানে চুরির অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শান্তিপুর : একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা সামনে আসছে নদীয়ার শান্তিপুর থেকে। বেশ কয়েকদিন আগে পরপর কয়েকটি মন্দির থেকে চুরির ঘটনা সামনে উঠে এসেছিল। তবে এবার মন্দির নয় শান্তিপুরের রাজপথের পাশে একটি জামা কাপড়ের দোকানে চুরির অভিযোগ। স্বাভাবিকভাবেই এই জামাকাপড়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। দোকানের পিছনের টিন কেটে বেশ কয়েক হাজার টাকার জামাকাপড় চুরি করার অভিযোগ। ঘটনাটি শান্তিপুর কলেজ মোড় সংলগ্ন এলাকার। রাতের অন্ধকারে এমন দুঃসাহসিক চুরির ঘটনার জেরে দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়িক মহল।
advertisement

শান্তিপুর নতুন পাড়ার যুবক শরিফুল শেখের অভিযোগ, গতকাল রাত্রি দশটা নাগাদ সে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। সকালবেলা দোকান খুলতে এসে দেখে দোকানের পেছনের তিন কাটা, দোকানের ভেতরে ঢুকে দেখে সবকিছু লন্ডভন্ড। অভিযোগ, শীতের নতুন জামাকাপড় তুলেছিলেন ওই যুবক, আর ওইসব শীতের জামাকাপড় সহ বেশ কিছু অন্যান্য জামাকাপড় চুরি করে নেয় দুষ্কৃতীরা। তবে জামা কাপড়ের দোকানটি একদম রাজপথের পাশেই, রাতের অন্ধকারে কিভাবে চুরির ঘটনা ঘটল তা কিছুতেই বুঝে উঠতে পারছে না আশেপাশের অন্যান্য দোকানিরা।

advertisement

আরও পড়ুনঃ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার! পা ফসকে গেলেই জলে!

তবে এই দুঃসাহসিক চুরির ঘটনায় শান্তিপুর থানার দ্বারস্থ হয় দোকানদার শরিফুল শেখ, এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। তবে প্রতিদিনই যেভাবে শান্তিপুরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে তাতে করে স্বাভাবিকভাবেই রীতিমত দুশ্চিন্তায় বিভিন্ন ব্যবসায়িক মহল।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: আবারও চুরি শান্তিপুরে! রাতের অন্ধকারে দোকানের টিন কেটে লক্ষাধিক টাকার চুরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল