Nadia News: জীবনের ঝুঁকি নিয়ে পারাপার! পা ফসকে গেলেই জলে!

Last Updated:

পঞ্চায়েতের অন্তর্গত রামপুর গ্রামে নদী পারাপারের জন্য রয়েছে একটি বাসের ছোট সাঁকো। প্রতিদিন হাজার হাজার মানুষ সেই বাঁশের সাঁকো দিয়েই পারাপার করে। বিশেষত কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে অঙ্গনওয়ারির শিক্ষিকারা নিত্যদিন এই বাসের সাঁকো দিয়েই যাতায়াত করেন।

+
title=

#ভীমপুর : পঞ্চায়েতের অন্তর্গত রামপুর গ্রামে নদী পারাপারের জন্য রয়েছে একটি বাসের ছোট সাঁকো। প্রতিদিন হাজার হাজার মানুষ সেই বাঁশের সাঁকো দিয়েই পারাপার করে। বিশেষত কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে অঙ্গনওয়ারির শিক্ষিকারা নিত্যদিন এই বাসের সাঁকো দিয়েই যাতায়াত করেন। তবে বর্তমানে এই বাঁশের সাঁকো বেহাল দশা, যেকোনো মুহূর্তে সাঁকো ভেঙে একটি বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে এলাকাবাসী বলে অভিযোগ করছেন তারা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই বাঁশের সাঁকো অনেকটাই নড়বড়ে হয়ে গিয়েছে। দুর্ঘটনা হতে পারে যেকোনো দিন।
ভীমপুর আসাননগর যেতে এই বাঁশের সাঁকো দিয়ে না গেলে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তা ঘুরে গন্তব্যস্থলে তাদের পৌঁছাতে হয়। ফলে সেটি সময় সাপেক্ষ সেই কারণেই একপ্রকার জীবনের ঝুঁকি নিয়েই তারা এই বাঁশের সাঁকো পারাপার করছেন। বিশেষত অফিস টাইমে চাকুরীজীবী এবং ছাত্র-ছাত্রীদের ভিড় লেগে থাকে সাঁকো পারাপারের। তখন বিপদের সম্ভাবনা তাকে বেশি। সেই কারণেই গ্রামবাসীরা দাবি করছেন যত দ্রুত সম্ভব এই সাঁকো মেরামত অথবা নতুন কাঠের সেতু নির্মাণ করা হোক।
advertisement
advertisement
গ্রামবাসীরা ও জানান নতুন কাঠের সেতু এই স্থানে নির্মাণ হলে পরে শহরতলীতে যেতে সময় লাগবে তুলনামূলকভাবে কম। এছাড়াও গ্রামবাসীরা বিশেষত স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা নিরাপদে সাঁকো পারাপার করতে পারবে। বিষয়টি ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতিতে জানানো হয়েছে বলে সূত্রের খবর। ভীমপুর পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বললে তিনি জানান দ্রুতই এই কাজ শুরু হবে। স্বাভাবিকভাবেই সেতু নির্মাণের কাজ শুরু হলে পরে উপকৃত হবেন সকল গ্রামবাসী।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: জীবনের ঝুঁকি নিয়ে পারাপার! পা ফসকে গেলেই জলে!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement