কেননা হাসপাতাল চত্বরে টোটো না থাকলে রোগী পরিবহনে মারাত্মক অসুবিধা। টোটো চালকদের পক্ষ থেকে জানান হয়েছে পেটের দায়ে তাঁরা যেকোন রকম পরিস্থিতিতে সঙ্গে মানিয়ে নিয়ে সুষ্ঠু ভাবে টোটো চালাবে। উল্লেখ্য, বর্তমানে এই টোটো গাড়ি ছড়িয়ে গেছে গ্রামেগঞ্জে মফস্বলে অলিতে গলিতে।
আরও পড়ুনঃ একাধিক পোস্ট অফিসে নেই ঠিকমতো পরিষেবা, দূর্ভোগে গ্রাহকেরা
advertisement
সেই কারণে অনেক জায়গায় টোটো গাড়ির জন্য যানজটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগও এসেছে একাধিকবার। শহর কিংবা মফস্বলের বিভিন্ন ব্যস্ততম জায়গায় টোটো গাড়ির যানজটের জেরে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই কারনে এলাকার যানজটমুক্ত করতে প্রশাসন থেকে নেয়া হয়েছে একাধিক করার ব্যবস্থা।
আরও পড়ুনঃ দমকল বিভাগের পক্ষ থেকে হাতে কলমে আগুন নেভানোর প্রশিক্ষণ নবদ্বীপে
টোটো গাড়ির ওপর একাধিক জায়গায় লাগানো হয়েছে একাধিক বিধি নিষেধ। যার ফলে বর্তমানে কিছুটা হলেও যানজটমুক্ত হয়েছে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা।
Mainak Debnath