প্রায় ১৩০ বছর ধরে পুজো করে আসছে নুড়িপাড়া বারোয়ারি। এই বারোয়ারির বিশেষত্ব হল চন্দননগরের মতোই চার দিনব্যাপী পূজো করা হয়ে থাকে নুড়িপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী প্রতিমাকে। সেই কারণেই মায়ের নাম চারদিনি মা। রবিবার মায়ের পুজো শুরু হওয়ার পরে এই পুজো চলবে নবমী অর্থাৎ বুধবার পর্যন্ত। এবং বৃহস্পতিবার ঘট বিসর্জন এবং প্রতিমা নিরঞ্জন করা হবে মায়ের বলে জানা যায় পুজো কমিটির পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুনঃ প্রবীণ ব্যবসায়ীকে মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগ যুবকের বিরুদ্ধে
শনিবার নুড়িপাড়া বারোয়ারির চারদিনি মায়ের পুজোর শুভ উদ্বোধন করলেন কৃষ্ণনগর শংকর মিশনের স্বামীজি মহারাজ। নুড়িপাড়া বারোয়ারির পুজো উদ্যোক্তা প্রশান্ত সিংহ জানান, গোটা কৃষ্ণনগরে এটি একটি ব্যতিক্রমী পুজো। জগদ্ধাত্রী পূজা কৃষ্ণনগরে নবমীর দিন অর্থাৎ একদিন হলেও এই পুজো আমরা করি চার দিনব্যাপী। আমরা বিশ্বাস করি জীব সেবাই শিব সেবা। সেই কারণে এই পুজোর উদ্বোধন আমরা করি শংকর মিশনের মহারাজকে দিয়ে।"
আরও পড়ুনঃ কালীপুজোয় গন্ডগোলের জেরে মারধরের অভিযোগ গৃহবধুর
পুজোর চার দিনব্যাপী একাধিক কর্মসূচি ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছেন নুড়িপাড়া বারোয়ারি পূজো কমিটি। এছাড়াও নবমীর পুজোর দিনে বারোয়ারিতে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের দুপুরবেলা খাওয়ানোর ব্যবস্থা প্রতিবছরই থাকে বলে জানা যায়। সুতরাং বলা যেতে পারে করোনা মহামারী কাটিয়ে দীর্ঘ দুই বছর পর আবারো জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠেছেন কৃষ্ণনগরবাসীরা।
Mainak Debnath