তাছাড়াও বিশেষজ্ঞদের মতে ব্যাঙকে ধরা হয় প্রজননের প্রতিক হিসেবে। এর কারণ জীবজগতের আবির্ভাবের সূচনাকাল থেকেই ব্যাঙের উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যাঙ এমন একটি প্রাণী যে জলের মধ্যে ডিম পাড়ে, ডিম ফুটে ছোট ছোট ব্যাঙাচি জন্ম নেয়, এবং তারপর সেই ব্যাঙাচি থেকে ব্যাঙের উৎপত্তি হয়ে তারা জল থেকে বেরিয়ে আসে সমতলে। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন জায়গায় রয়েছে ব্যাঙের মূর্তি। শোনা গিয়েছে অনেক জায়গাতেই পুজো করা হয় ব্যাঙকে।
advertisement
আরও পড়ুন: যে রত্ন ধারণ করেছেন তা খাঁটি তো? বুঝবেন কী করে? নকল পাথর এবার চেনা যাবে সহজেই! জানুন
আরও পড়ুন:
স্থানীয় মেম্বার, তাপস বিশ্বাস উপস্থিত ছিলেন এলাকাবাসীর সঙ্গে। কুসংস্কার কি না সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের সুখে-দুখে থাকতে হয়, বিশ্বাস তাদের কাছে তবে তাদের বিশ্বাসের মর্যাদা দিতে পৌঁছেছিলাম সেখানে। তবে ব্যাংঙ দুটোকে তার নিজস্ব জলাশয় ছেড়ে দেওয়ার অনুরোধ তারা রেখেছে। সমগ্র এলাকায় উৎসবের চেহারা নিয়েছে।
Mainak Debnath