স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় প্রত্যেকটি বাড়ির উপরেই মজুদ করা ছিল পাটকাঠি এবং পাটের আঁশ। কোন কারণে শুকনো পাটকাঠিতে আগুন লেগে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে সেই পাটকাঠির মধ্যে দিয়ে বাকি বাড়ি গুলিতে। আগুনে ভস্মিভূত হয়ে যায় বাড়ির উপরে থাকা একাধিক আসবাবপত্র। আগুনের তাপে রীতিমত গলে গিয়েছে একটি জলের ট্যাঙ্ক! আগুনের ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন।
advertisement
আরও পড়ুনঃ জম্মুতে কর্তব্যরত অবস্থায় শহীদ নদিয়ার বিএসএফ জওয়ান
দুটি ইঞ্জিনের তৎপরতায় বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে স্থানীয় সূত্রের খবর। আগুনে কোন প্রাণহানি না হলেও বাড়ির একাধিক আসবাবপত্রের ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। তবে কি থেকে আগুনের সূত্রপাত তা এখনও পরিষ্কার নয়। স্থানীয় বাসিন্দাদের অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট অথবা পোড়া বিড়ি কিংবা সিগারেটের টুকরোতেও এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দমকল বাহিনী ও পুলিশ প্রশাসন।
Mainak Debnath