মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৫০ কেজি ওজনের অতিকায় আকৃতির মাছ, যার ফলে খুশি মৎস্যজীবীরা। ঘটনাটি শান্তিপুর নৃসিংহপুরে কালনা ঘাটের ভাগীরথী নদীর (Nadia News)। প্রত্যেক দিনের মতোই এদিনও ভাগীরথী নদীতে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। সখা বর্মন নামেও এক মৎস্যজীবী মাছ ধরছিলেন। মাছ ধরার সময় তার জালে ধরা পড়ে এক বিশাল আকারের মাছ। জাল তুলে দেখেন প্রায় ৫০ কেজি ওজনের মাছ উঠেছে তার জালে। এর পরেই গাল ভরা হাসি ফুটে ওঠে মৎস্যজীবী সখা বর্মনের। বিশাল আকারের মাছটি দেখার জন্য ছুটে আসে ভাগীরথী তীরবর্তী এলাকার সাধারণ মানুষ।
advertisement
ভাগীরথী নদীর মৎস্যজীবীরা জানান, মাছটির গায়ে ভারতীয় সেনা জওয়ান দের পোশাকের ছাপ থাকায় মাছটির নাম দিয়েছেন তারা মিলিটারি মাছ। যদিও মাছটি বাঘা আইড় মাছ নামেই পরিচিত। মৎস্যজীবীদের জালে বিশাল আকারের মাছ ধরা পড়ায় আগামী দিনে এর থেকে আরও বড় ধরনের মাছ পাওয়ার আশঙ্কা করছেন মৎস্যজীবীরা। মৎস্যজীবীরা এও জানান, আজ থেকে প্রায় ২৪ থেকে ৩০ বছর আগে এই ধরনের মাছ পাওয়া যেত। তবে বর্তমানে ভাগীরথী নদীর জল দূষিত হওয়ার কারণে আর এই ধরনের মাছ পাওয়া যায়নি (Nadia News)। প্রায় ৩০ বছর পরে আবার মৎস্যজীবীদের জালে ধরা পরল ৫০ কেজি ওজনের বিশাল আকার মাছ।
Mainak Debnath