রাত তখন বাজে ৮:৩০। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে লোকে লোকারণ্য! সবাই তাকিয়ে রয়েছে ওপরে জায়ান্ট স্কিনের দিকে! কেউ কেউ পড়ে রয়েছেন নীল সাদা জার্সি। দর্শকের উচ্ছ্বাস দেখে বোঝাই যাচ্ছিল এবারের বিশ্বকাপ ফাইনাল জমে উঠবে ভালোভাবেই। তবে এমন রুদ্ধশ্বাস ম্যাচ বোধ হয় আশা করেনি গোটা জগৎবাসী। মেসির অনবদ্য খেলার পরেও বিপক্ষ দল ফ্রান্সের এমবাপেও সমতুল্য!
advertisement
আরও পড়ুন - শীতের মরশুমে ঘুরে আসুন কোচবিহারের রাজ আমলের ঐতিহ্যবাহী কামতেশ্বরী মন্দিরে! জানুন ইতিহাস
তথ্য সূত্রে জানা যায় এই প্রথম ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে তিনটি গোল দিয়ে কেউ হ্যাটট্রিক করলেন! তবে এই দিনের জয় হল মেসির! রুদ্ধশ্বাস এই খেলায় তীব্র উত্তেজনা লক্ষ্য করা গিয়েছিল আপামর বিশ্ববাসীর মধ্যে। এবং সেই একই উত্তেজনা লক্ষ্য করা গেল সদর শহর কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়েও।
আরও পড়ুন - প্রেমিকার বিয়েতে ভেঙে পড়েছিলেন, তারপরে দশম শ্রেণির পড়ুয়া হাঁটলেন এই পথে
রবিবার সকাল থেকেই আর্জেন্টিনা এবং মেসির জেতার জন্য ভারতবর্ষের বহু মানুষ পুজো এবং প্রার্থনা করেন। আর্জেন্টিনা এবং মেসির ভক্তদের দাবি তাদের প্রার্থনা সফল হয়েছে পুরোদমে। তবে আফসোস একটাই থেকে গেল তাদের সোনালী বুটটা নিয়ে চলে গেল ফ্রান্সের আরেক কিংবদন্তি খেলোয়াড় এমবাপে!এমনটাই জানাচ্ছেন আর্জেন্টিনার সমর্থকেরা। আর্জেন্টিনা জেতার সাথে সাথেই গোটা জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে আতশবাজি ফাটানোর পর্ব। ভরে যাচ্ছে অন্ধকার আকাশ আতশবাজির আলোয়। সুতরাং বলাই যেতে পারে এবারের বিশ্বকাপ ফাইনাল ম্যাচের স্মৃতি থেকে যাবে চিরন্তন!
Mainak Debnath