এই ঘটনা সামনে আসার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতার নাম রোকিয়া মন্ডল। স্বামী ওসমান গনি মন্ডল। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, তাদের জামাই ওসমান গনির অন্য এক মেয়ের সাথে সম্পর্ক ছিল। তাদের মেয়ে রোকেয়া মন্ডল দীর্ঘদিন ধরেই তারই প্রতিবাদ করে আসছিল। অভিযোগ এদিন আরও একবার প্রতিবাদ করায় ওসমান গনি মন্ডল গৃহবধূ রোকিয়া মন্ডলকে লোহার বাটখারা দিয়ে নৃশংসভাবে আঘাত করে। এবং ঘটনাস্থলে মৃত্যু হয় রোকিয়ার।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মৃতার পরিবার। ক্ষোভে ফেটে পড়েন তারা। উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় ভীমপুর থানার পুলিশ। তারপর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই ওসমান গনি মন্ডল পলাতক। যদিও অভিযুক্তর খোঁজ চালাচ্ছে ভীমপুর থানার পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতার পরিবার স্থানীয়রা।
মৃতের ভাই রাকেশ হোসেন জানান,”দিদিকে জামাইবাবু বাটখারা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। স্পটেই আমার দিদি মারা যায়। দীর্ঘদিন ধরে আমার জামাইবাবুর বাইরে এক জায়গায় সম্পর্ক ছিল। সেই সম্পর্কে আমার দিদি বাধা দিত এবং সেই বাধা দেওয়ার কারণেই আমার দিদিকে প্রায় দিনই অত্যাচার করত। এদিন আমরা শুনতে পাই আমার দিদিকে বাটখারা দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। তারপরে আমরা ঘটনাস্থলে গিয়ে এই দৃশ্য দেখতে পাই”।
Mainak Debnath