Sourav Ganguly Birthday: জন্মদিনের আগে সৌরভের 'রহস্যময়' পোস্ট, বড় কিছু ঘোষণার ইঙ্গিত দিলেন 'দাদা', শুরু জল্পনা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly Birthday: জন্মদিনের আগে একটি বিষয়ে সকলের কৌতুহল বাড়িয়ে দিলেন 'মহারাজ'। কারণ শুত্রবার করা সৌরভ গঙ্গোপাধ্যায়ের করা এক রহস্যময় পোস্ট। যা ঘিরে ইতিমধ্যেই নানা মহলে নানা জল্পনা তৈরি হযেছে।
কলকাতা: জীবনের ২২ গজে হাফ সেঞ্চুরি গতবছরই পূরণ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার আরও এক ৮ জুলাই। ৫১ তম জন্মদিন প্রাক্তন ভারত অধিনায়ক ও বাংলার প্রিয় দাদা-র। গতবার বিশেষ দিনটা লন্ডনে কাটালেও এবার শহরেই থাকছেন সৌরভ। কিন্তু জন্মদিনের আগে একটি বিষয়ে সকলের কৌতুহল বাড়িয়ে দিলেন ‘মহারাজ’। কারণ শুত্রবার করা সৌরভের এক রহস্যময় পোস্ট। যা ঘিরে ইতিমধ্যেই নানা মহলে নানা জল্পনা তৈরি হযেছে।
সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্ট করেছেন সৌরভ। প্রথম পোস্টটিতে ছবিতে তাঁকে একটি ডায়েরিতে লিখতে দেখা যায়। সেখানে লেখা, ‘লিডিং উইথ…’। সেই ছবির ক্যাপশনে সৌরভ লিখেছেন, ‘আপনারা যেমনটা চাইছিলেন তেমনটাই হচ্ছে। ৮ জুলাই আমার জন্মদিনের দিন এক বিশেষ ঘোষণা হতে চলেছে। সঙ্গে থাকুন।’ সৌরভের এমন ইঙ্গিতবহ পোস্ট সোশ্যাল ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
advertisement
You asked & its here! Announcing something special on my birthday, 8th July … stay tuned. pic.twitter.com/R4q3snsspk
— Sourav Ganguly (@SGanguly99) July 6, 2023
advertisement
এই পোস্টটির কিছু সময় পর আরও একটি ভিডিও শেয়ার করেন। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট জীবনের নানা স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়। সঙ্গে ব্যবহার করা জনপ্রিয় হিন্দি সিনেমা ‘ইকবাল’-এর ‘আশায়ে….’ গানটি। কিছু সময়ের ব্যবধানে পরপর দুটি পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে।
advertisement
The support & love keeps us going. Few more hours to go … pic.twitter.com/8erK12kK0a
— Sourav Ganguly (@SGanguly99) July 7, 2023
advertisement
প্রসঙ্গত, সৌরভের রাজনীতিতে যোগ নিয়ে দীর্ঘ দিন ধরে জল্পনা চলছে। সৌরভ নিজে কিছু না বললেও জল্পনা কখনই থেমে থাকেনি। পাশাপাশি সৌরভের বায়োপিক নিয়েও কাজ শুরু হয়ে গিয়েছে। এছাডা এর আগেও এমন রহস্যময় পোস্ট দিয়ে প্রমোশনাল স্টান্ট করেছেন সৌরভ। ফলে এবারলকী কারণে সৌরভ এমন পোস্ট করলেন তা জানার জন্য আর কিছু সময় অপেক্ষা করতেই হচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2023 7:55 PM IST