Tamim Iqbal: ফেরাতে পারলেন না প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অনুরোধ, অবসরের ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাবর্তন তামিম ইকবালের

Last Updated:

Tamim Iqbal: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ২৪ ঘণ্টার মধ্যেই নাটকীয় প্রত্যাবর্তন বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবালের। অবসর ভেঙে ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। সৌজন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ।

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ২৪ ঘণ্টার মধ্যেই নাটকীয় প্রত্যাবর্তন বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবালের। অবসর ভেঙে ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। সৌজন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ। শুক্রবার প্রধামমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অবসর নিজের সিদ্ধান্ত বদল করেন তামিম ইকবাল। শেখ হাসিনার অনুরোধ ফেরানো সম্ভব নয় বলে জানান তারকা বাঁ হাতি ব্যাটার।
আফগানিস্তানের সঙ্গে প্রথম ওডিআইতে হার ও দীর্ঘ দিন ধরে অফ ফর্মে ছিলেন তামিম ইকবাল। বৃহস্পতিবার হঠাৎ চোখের জলে ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা করেন একদিনের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক। বাংলাদশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে লিটন দাসকে আগামি ২ ম্যাচের জন্য অধিনায়ক ঘোষণা করাও হয়ে গিয়েছিল। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে পাঠিয়েছিলেন তামিমকে। তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয়। তারপরই অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নেন তামিম।
advertisement
তামিম ইকবাল বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ডাকেন এবং ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমি আমার অবসরের যাওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে নিচ্ছি। আমি সকলকে না বলতে পারলেও একটি দেশের প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি।’ তবে সাময়ীক ছুটির পর ক্রিকেটে ফিরবেন সেই কথাও জানিয়েছেন তামিম। বলেছেন,’প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের একটা ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে বা মানসিকভাবে যদি আমি ফ্রি হতে পারি তারপরে যে খেলাগুলো আছে, আমি ইনশাআল্লাহ্‌ খেলব।’
advertisement
advertisement
প্রসঙ্গত, নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৭০টি টেস্ট, ২৮১টি ওডিআই এবং ৭৮টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২০০৭ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক। টেস্টে ১০টি শতরান সহ ৫১৩৪ রান, টি-২০-তে ৭৮ ম্যাচে ১টি শতরান ১৭৫৮ রান ও একদিনের ক্রিকেটে ২৪১ ম্যাচে ১৪টি শতরান সহ ৮৩১৩ রান করেছেন তামিমম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ব্যাটার তামিম ইকবাল। বিশ্বকােপের আগে তামিমের সিদ্ধান্তে খুশি ফ্যানেরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Tamim Iqbal: ফেরাতে পারলেন না প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অনুরোধ, অবসরের ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাবর্তন তামিম ইকবালের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement