Tamim Iqbal: ফেরাতে পারলেন না প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অনুরোধ, অবসরের ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাবর্তন তামিম ইকবালের

Last Updated:

Tamim Iqbal: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ২৪ ঘণ্টার মধ্যেই নাটকীয় প্রত্যাবর্তন বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবালের। অবসর ভেঙে ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। সৌজন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ।

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ২৪ ঘণ্টার মধ্যেই নাটকীয় প্রত্যাবর্তন বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবালের। অবসর ভেঙে ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। সৌজন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ। শুক্রবার প্রধামমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অবসর নিজের সিদ্ধান্ত বদল করেন তামিম ইকবাল। শেখ হাসিনার অনুরোধ ফেরানো সম্ভব নয় বলে জানান তারকা বাঁ হাতি ব্যাটার।
আফগানিস্তানের সঙ্গে প্রথম ওডিআইতে হার ও দীর্ঘ দিন ধরে অফ ফর্মে ছিলেন তামিম ইকবাল। বৃহস্পতিবার হঠাৎ চোখের জলে ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা করেন একদিনের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক। বাংলাদশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে লিটন দাসকে আগামি ২ ম্যাচের জন্য অধিনায়ক ঘোষণা করাও হয়ে গিয়েছিল। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে পাঠিয়েছিলেন তামিমকে। তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয়। তারপরই অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নেন তামিম।
advertisement
তামিম ইকবাল বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ডাকেন এবং ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমি আমার অবসরের যাওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে নিচ্ছি। আমি সকলকে না বলতে পারলেও একটি দেশের প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি।’ তবে সাময়ীক ছুটির পর ক্রিকেটে ফিরবেন সেই কথাও জানিয়েছেন তামিম। বলেছেন,’প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের একটা ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে বা মানসিকভাবে যদি আমি ফ্রি হতে পারি তারপরে যে খেলাগুলো আছে, আমি ইনশাআল্লাহ্‌ খেলব।’
advertisement
advertisement
প্রসঙ্গত, নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৭০টি টেস্ট, ২৮১টি ওডিআই এবং ৭৮টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২০০৭ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক। টেস্টে ১০টি শতরান সহ ৫১৩৪ রান, টি-২০-তে ৭৮ ম্যাচে ১টি শতরান ১৭৫৮ রান ও একদিনের ক্রিকেটে ২৪১ ম্যাচে ১৪টি শতরান সহ ৮৩১৩ রান করেছেন তামিমম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ব্যাটার তামিম ইকবাল। বিশ্বকােপের আগে তামিমের সিদ্ধান্তে খুশি ফ্যানেরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Tamim Iqbal: ফেরাতে পারলেন না প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অনুরোধ, অবসরের ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাবর্তন তামিম ইকবালের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement