আরও পড়ুন: ভোট হিংসায় মৃতদের পরিবার পেল ক্ষতিপূরণের চেক
শান্তিপুরের পরিচিত চিকিৎসক শিবাজী প্রসাদ কর এই ভাবেই শুক্রবার প্রয়াত পিতা ননীগোপাল করের মৃত্যু দিবস পালন করেন। চাকদহে নিজেদের পৈতৃক বাড়িতে একটু অন্যরকম ভাবেই তাঁরা এই দিনটা কাটান। রাজ্যের বিভিন্ন স্থান থেকে ৭০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এদিন শিবাজী প্রসাদ করের বাড়িতে এসেছিলেন। যার মধ্যে অলিম্পিক দাবা প্রতিযোগিতায় অংশ নেওয়া কৃতি খেলোয়াড়ও আছেন। আবার বেঙ্গালুরুর হয়ে খেলা ফুটবলারও আছেন। পাশাপাশি WBCS পড়া মানুষও আছেন। আবার কেউ ভাল গান করেন, কেউ আবৃত্তি করেন কেউবা হরবোলা, এরকম বিভিন্ন গুন সম্পন্ন মানুষের সমাগম হয়। তাঁদের প্রত্যেককে দুপুরের আহার সহ হাতে একটি করে মশারি ও যাতায়াতের খরচ তুলে দেওয়া হয়।
advertisement
এই উদ্যোগ প্রসঙ্গে ওই চিকিৎসক জানান, এঁদের মধ্যে যারা চোখে দেখতে পান না তাঁরা যদি কর্নিয়া গ্রাফটিং করতে চান তবে তিনি সমস্ত সাহায্য করবেন। চিকিৎসকের এই আয়োজনে আপ্লুত আগত অতিথিরা।
মৈনাক দেবনাথ