Malda News: ভোট হিংসায় মৃতদের পরিবার পেল ক্ষতিপূরণের চেক

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনে মালদহে তিনজনের মৃত্যু হয়েছিল। তাঁদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিল প্রশাসন

মালদহ: পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করল রাজ্য সরকার। পাশাপাশি পরিবারের এক সদস্যকে হোমগার্ডের চাকরির আশ্বাস দেওয়া হয়েছে। ভোটের সময় মালদহে রাজনৈতিক হিংসায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সেই মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল। পাশাপাশি ওই তিন পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডে চাকরি দেওয়ারও কথা জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
শুক্রবার দুপুরে মালদহ জেলা প্রশাসনিক ভবনে সরকারিভাবে চেক প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বস্ত্র দফতরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ প্রশাসনের পদস্থ কর্তারা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মালদহে পৃথক তিনটি এলাকায় অপ্রীতিকর ঘটনার জেরে মৃত্যু হয় তিনজনের। মানিকচক, বৈষ্ণবনগর এবং কালিয়াচকের সুজাপুরে থানা এলাকায় মৃতদের বাড়ি।
advertisement
advertisement
জেলা প্রশাসনের এই সহযোগিতা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে অসহায় পরিবারগুলো। এদিন জেলা প্রশাসনিক ভবনে মৃত তিনজনের স্ত্রীয়েরা উপস্থিত ছিলেন। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুদিন আগেই মৃতদের পরিবারকে আর্থিক সহযোগিতা এবং হোমগার্ডে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই মতো এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই তিনটি পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। একজন করে চাকরিও দেওয়া হবে। তিনি আরও বলেন, কোনও মৃত্যুই কাম্য নয়। কিন্তু এই দুঃখজনক ঘটনার মধ্যেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে মানুষ দু’হাত তুলে তাঁকে আশীর্বাদ করছে। মৃত তিনজনের মধ্যে একজনের স্ত্রী চাকরি করার ইচ্ছে প্রকাশ করেছেন। অপর দু’জনের ছেলেদেরকে প্রশাসনের পক্ষ থেকে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ভোট হিংসায় মৃতদের পরিবার পেল ক্ষতিপূরণের চেক
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement