আরও পড়ুন: বাঁকুড়ার জেলাশাসক পরিবর্তন, নতুন কে আসছে জেনে নিন
খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হল নদিয়ার বেথুয়াডহরীর ক্লাব কসমসের। আকাশে শরতের মেঘের আনাগোনা জানান দিচ্ছে দুর্গাপুজোর আগমনী বার্তা। সেই সময়ই নদিয়ার বেথুয়াডহরীর কসমস ক্লাবে সাড়ম্বরে পালিত হল খুঁটিপুজো উৎসব। সকাল থেকেই ক্লাব কর্মকর্তা এবং সদস্যদের মধ্যে পুজো প্রস্তুতি ছিল। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সমাজের মূল স্রোতে তুলে আনবার লক্ষ্যে তারা এবার আদিবাসী সম্প্রদায়ের অনুকরণে তৈরি করছে দেবী মূর্তি। আর মণ্ডপ সেজে উঠবে দুবাইয়ের বুর্জ খলিফার আদলে।
advertisement
পুজো কমিটির সম্পাদক প্রতাপ বারুই জানালেন, মূলত দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মান জানাতে এবং পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষদের প্রথম সারিতে তুলে আনার জন্যই তাঁদের এই অভিনব প্রয়াস। এবারে পুজোর বাজেট ১৫ লক্ষ টাকা। পুজোর কদিন বিভিন্ন রকম সামাজিক কাজেও লিপ্ত থাকেন ক্লাব কর্তৃপক্ষ।
মৈনাক দেবনাথ