বাদকুল্লা গাংনী উদয়ন সংঘের এ বছরের পুজো প্যান্ডেলে থিম কর্ণাটকের বিধানসভা। সম্পূর্ণ কর্ণাটকের বিধানসভার আদলেই তৈরি করা হয়েছে এই প্যান্ডেল। অবিকল সেই বিধানসভা বানানো হয়েছে এই পাঁচদিনের জন্য। প্যান্ডেলটি তৈরি করতে সময় লেগেছে প্রায় এক মাসেরও বেশি বলে জানালেন পুজো কমিটির সভাপতি।
গত দুবছর করোনা মহামারীর কারণে সেভাবে কোনও উৎসব পালন করা হয়নি। তবে এ বছর পরিস্থিতি পাল্টেছে পুরনো ছন্দে আবারও ফিরে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তারি এক নিদর্শন পাওয়া গেল বাদকুল্লায়। বাদকুল্লার গাংনী উদয়ন সংঘের প্রতিমাটি তৈরি করেছেন একজন মহিলা মৃৎশিল্পী তিনি স্থানীয় এলাকারই বাসিন্দা।
advertisement
আরও পড়ুন: গুপি-বাঘা ও ভূতের রাজাকে সঙ্গে নিয়ে এই মণ্ডপে এলেন সত্যজিৎ রায়! দেখুন ছবি
উল্লেখ্য নদিয়া জেলার একাধিক জায়গায় দুর্গাপুজোয় বিশালাকার থিমের প্যান্ডেল তৈরি করা হয়। তার মধ্যে বাদকুল্লা অন্যতম। প্রতিবছর বাদকুল্লার বিভিন্ন ক্লাবে রীতিমতো প্রতিযোগিতা চলে থিমের পুজোর। আর তাই দেখতে ভিড় জমান গোটা নদিয়াবাসী। এ বছরও তার ব্যাতিক্রম হয়নি। পঞ্চমী থেকেই পুজো মণ্ডপগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। রাত বারোটার পরেও যেখানে অন্যান্য দিনগুলিতে রাস্তাঘাট থাকে শুনশান তবে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের সমাগম আলোর রোশনাইতে সময় বোঝা দায়। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে দু বছর পর দুর্গাপুজোর উৎসবে মেতে উঠেছে আপামর বাঙালি।
Mainak Debnath





