ধনধান্য এক্সপ্রেস সকাল ৯:২১ মিনিটে কৃষ্ণনগর ঢোকে এবং দু’মিনিট পর অর্থাৎ ৯:২৩ মিনিটে সাধারণত ট্রেনটি কৃষ্ণনগর স্টেশন থেকে ছাড়ে। প্রত্যেক সপ্তাহে সোম, বুধ, শুক্র এবং শনিবার ধনধান্য এক্সপ্রেস লালগোলা থেকে কলকাতা স্টেশনে যায়। আজও আর পাঁচটা দিনের মতো স্বাভাবিকভাবেই ট্রেনটি কৃষ্ণনগর থেকে ছাড়ার পরেই হনুমানের জন্যে ওভারহেডের তার ঝুলে যায় এবং এই বিপত্তি ঘটে বলেই জানান প্রত্যকদর্শীরা।
advertisement
আরও পড়ুন: বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশন! অমৃতের ছোঁয়ায় যেন চেনা দায়, কী কী পরিবর্তন জেনে নিন
ডাউন লাইনে ধনধান্য এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার ফলে তার পাশাপাশি ডাউন লাইনের সমস্ত ট্রেনই দাঁড়িয়ে রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। যার ফলে সপ্তাহের প্রথম দিনেই নিত্যযাত্রীদের ভোগান্তি লক্ষ করা গেল।
যদিও ইতিমধ্যেই অতি তৎপরতার সঙ্গে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে রেলের পক্ষ থেকে। আনুমানিক সকাল ৯:৩০ টা থেকে বেলা ১১টা পর্যন্ত ডাউনলাইনে ধনধান্য এক্সপ্রেস জালালখালি স্টেশনের আগে দাঁড়িয়ে রয়েছে বলেই প্রত্যক্ষদর্শীরা জানান। যদিও অতি তৎপরতার সঙ্গে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার প্রস্তুতি চলেছে বলেই জানা যায় রেল সূত্রে। শুরু হয়েছে ট্রেন চলাচল।
Mainak Debnath