TRENDING:

Dhanadhanya Express Train : ওভারহেড তারে হনুমান! থমকে গেল পর পর ট্রেন, সপ্তাহের শুরুতেই ভোগান্তি

Last Updated:

Dhanadhanya Express Train : ডাউন লাইনে ধনধান্য এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার ফলে তার পাশাপাশি ডাউন লাইনের সমস্ত ট্রেনই দাঁড়িয়ে রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। যার ফলে সপ্তাহের প্রথম দিনেই নিত্যযাত্রীদের ভোগান্তি লক্ষ করা গেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জালালখালি: সপ্তাহের শুরুতেই সাতসকালে ট্রেনের গন্ডগোল কৃষ্ণনগর শিয়ালদহ ডাউন লাইনে। ডাউন ধনধান্য এক্সপ্রেস কৃষ্ণনগর স্টেশন ছেড়ে জালালখালি ঢোকার আগেই বিপত্তি। ডাউন লাইনের তারে একটি হনুমান তড়িৎদাহ হওয়ার পরেই তার ঝুলে যায়। যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই হনুমানের। রেল লাইনের এক পাশে পড়ে রয়েছে হনুমানটি। ওভারহেডের তার ঝুলে যাওয়ায় আনুমানিক সকাল ৯:৩০টা নাগাদ ডাউন ধনধান্য এক্সপ্রেস জালালখালি ঢোকার আগের মুহূর্তেই দাঁড়িয়ে পড়ে। সপ্তাহের শুরুতেই অফিস টাইমে ধরনের গোলযোগে ভোগান্তিতে নিত্যযাত্রী থেকে শুরু করে সকলেই। তবে রেলের প্রচেষ্টায় ট্রেন চলাচল শুরু হল বলে জানা গিয়েছে।
ওভার হেডের তার ছিড়ে যাওয়ায় দাঁড়িয়ে ডাউন ধনধান্য এক্সপ্রেস
ওভার হেডের তার ছিড়ে যাওয়ায় দাঁড়িয়ে ডাউন ধনধান্য এক্সপ্রেস
advertisement

ধনধান্য এক্সপ্রেস সকাল ৯:২১ মিনিটে কৃষ্ণনগর ঢোকে এবং দু’মিনিট পর অর্থাৎ ৯:২৩ মিনিটে সাধারণত ট্রেনটি কৃষ্ণনগর স্টেশন থেকে ছাড়ে। প্রত্যেক সপ্তাহে সোম, বুধ, শুক্র এবং শনিবার ধনধান্য এক্সপ্রেস লালগোলা থেকে কলকাতা স্টেশনে যায়। আজও আর পাঁচটা দিনের মতো স্বাভাবিকভাবেই ট্রেনটি কৃষ্ণনগর থেকে ছাড়ার পরেই হনুমানের জন্যে ওভারহেডের তার ঝুলে যায় এবং এই বিপত্তি ঘটে বলেই জানান প্রত্যকদর্শীরা।

advertisement

আরও পড়ুন: বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশন! অমৃতের ছোঁয়ায় যেন চেনা দায়, কী কী পরিবর্তন জেনে নিন

ডাউন লাইনে ধনধান্য এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার ফলে তার পাশাপাশি ডাউন লাইনের সমস্ত ট্রেনই দাঁড়িয়ে রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। যার ফলে সপ্তাহের প্রথম দিনেই নিত্যযাত্রীদের ভোগান্তি লক্ষ করা গেল।

View More

advertisement

যদিও ইতিমধ্যেই অতি তৎপরতার সঙ্গে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে রেলের পক্ষ থেকে। আনুমানিক সকাল ৯:৩০ টা থেকে বেলা ১১টা পর্যন্ত ডাউনলাইনে ধনধান্য এক্সপ্রেস জালালখালি স্টেশনের আগে দাঁড়িয়ে রয়েছে বলেই প্রত্যক্ষদর্শীরা জানান। যদিও অতি তৎপরতার সঙ্গে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার প্রস্তুতি চলেছে বলেই জানা যায় রেল সূত্রে। শুরু হয়েছে ট্রেন চলাচল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Dhanadhanya Express Train : ওভারহেড তারে হনুমান! থমকে গেল পর পর ট্রেন, সপ্তাহের শুরুতেই ভোগান্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল