যদিও কোভিড মহামারীর সময় এই উৎসব জাঁকজমকপূর্ণভাবে পালন করা না হলেও মহামারী প্রকোপ কমতেই আবারও পুরোনো ছন্দে ফিরে এসেছে মায়াপুর ইসকন মন্দিরের দীপদান অনুষ্ঠান। ভারতীয় বৈদিক সাহিত্যে দীপদান মহোৎসব একটি বিশেষ অনুষ্ঠান বলে জানা যায়। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এই মাসকে দামোদর মাস বলে থাকেন। এই মাস হেমন্ত ঋতুর অন্তর্গত। শাস্ত্রীয় মতে এই ঋতুর সমাগমে দেবী বসুন্ধরা তার স্বাভাবিক কমনীয় শান্ত মূর্তি ধারণ করেন।
advertisement
আরও পড়ুনঃ সীমান্তরক্ষী বাহিনীদের তৎপরতায় নদিয়ায় বিরল প্রজাতির পাখি উদ্ধার
দেশ-বিদেশের অসংখ্য ভক্তরা এই দীপদান উৎসবে শামিল হয়েছে মায়াপুর ইসকন মন্দিরে। সন্ধ্যেবেলা সন্ধ্যারতির পরেই শুরু হয়ে যায় দীপদান উৎসব। একে একে ভক্তরা প্রদীপ জ্বালিয়ে বিগ্রহের সামনে তা প্রদান করেন। সুষ্ঠু ও স্বাভাবিকভাবে সম্পূর্ণ বিনামূল্যে ভক্তদের একে একে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করে দেন মায়াপুর ইসকন মন্দির কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে প্রায় দু বছর পর করোনার প্রকোপ কাটিয়ে আবারও পুরোনো ছন্দে ফিরে এসেছে মায়াপুর ইসকন মন্দির।
Mainak Debnath