TRENDING:

CPIM Candidate: বিরোধীরা হেভিওয়েট প্রার্থী, পঞ্চায়েতে বামেদের হয়ে লড়ছেন কলেজ পড়ুয়া সৌরনীল, চিনুন তাঁকে

Last Updated:

CPIM: তরুণ তুর্কির ওপরে বাজি রেখে গুরুত্বপূর্ণ আসনে ভোটে লড়ছে বামেরা, বেতাইয়ে এ বারের সিপিআই (এম) প্রার্থী সৌরনীল সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেতাইঃ শাসকদলের সদ্য প্রাক্তন পঞ্চায়েত প্রধান প্রভাবশালী সঞ্জিত পোদ্দারের বিরুদ্ধে এ বারের বাম প্রার্থী কলেজ পড়ুয়া সৌরনীল সরকার। তরুণ তুর্কির ওপরে বাজি রেখে গুরুত্বপূর্ণ আসনে ভোটে লড়ছে বামেরা। নদিয়ার তেহট্ট ১ ব্লকের ১৯ আসন বিশিষ্ট বেতাই ২ গ্রাম পঞ্চায়েতের ১৩ আসন পেয়ে বোর্ড গড়েছিল তৃণমূল। প্রধান নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের সঞ্জিত পোদ্দার।
পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম প্রার্থী কলেজ পড়ুয়া সৌরনীল
পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম প্রার্থী কলেজ পড়ুয়া সৌরনীল
advertisement

এ বার ওই পঞ্চায়েতের আসন সংখ্যা বেড়ে হয়েছে ২২। গতবারের আসন অর্থাৎ ১৭৭ নম্বর বুথ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য প্রাক্তন প্রধান সঞ্জিত পোদ্দার ওরফে কালা। আর তাঁর বিরুদ্ধে সিপিআইএম প্রার্থী বেতাই ডঃ বি আর আম্বেদকর কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়ার সৌরনীল সরকার।

আরও পড়ুনঃ কোন জেলায় কত বাহিনী? কোন কোন এলাকা স্পর্শকাতর? উচ্চ পর্যায়ের বৈঠকে কী সিদ্ধান্ত কমিশনের

advertisement

২১ পেরিয়ে সদ্য ২২-এ পা দেওয়া সৌরনীল কলেজে প্রবেশের পর থেকে সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে চে, বিমান বসু, দীপ্সিতাদের ছবি। ভাইয়ের প্রার্থী হওয়ার খবর শুনে আঁতকে উঠেছিলেন আইআইটি ধানবাদের পদার্থবিদ্যার গবেষক দাদা। সেই আতঙ্ক ব্যবসায়ী বাবা ও গৃহবধূ মায়ের চোখেও। সব কিছু উপেক্ষা করে নিজের ঘরে একা বসে তখন বুথ ভিত্তিক ভোটের হিসেবে ব্যস্ত সৌরনীল।

advertisement

View More

ছেলের সিপিআই(এম) প্রার্থী হওয়া প্রসঙ্গে বাবা মিল্টন সরকার বলেন, “আমরা ছাপোষা মানুষ। শাসক দলের প্রধানের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার সাহস আমাদের নেই। ছেলের কথা ভেবে খুব চিন্তা হচ্ছে”। মায়ের আশঙ্কা, “ছেলের জন্য আমাদের না এলাকা ছাড়তে হয়!” তরুণ মুখেদের ওপর ভরসা রেখেই এ বার ভোটে লড়ছে বামেরা। এমনকি হেভি ওয়েট আসনগুলোতেও তাদের বাজি এলাকার পরিচিত সামাজিক তরুণ বাম কর্মীরা।

advertisement

নদিয়া জেলা সিপিআইএমের সম্পাদক সুমিত দে জানালেন, “প্রাক্তন প্রধান সঞ্জিত পোদ্দারের বিরুদ্ধে আমাদের প্রার্থী মেধাবী শিক্ষিত, সাহসী, স্বচ্ছ সৌরনীল। বিকল্পের পথ বামেরাই দেখায়”। তৃণমূল প্রার্থী সঞ্জিত পোদ্দার বলেন, “নিশ্চিত হার বুঝেই একটা বাচ্চা ছেলেকে বলির পাঁঠা করেছে। ওর প্রতি স্নেহ আছে, কিন্তু বামেরা হারা সিটে প্রার্থী করে দিল।”

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

advertisement

বাংলা খবর/ খবর/নদিয়া/
CPIM Candidate: বিরোধীরা হেভিওয়েট প্রার্থী, পঞ্চায়েতে বামেদের হয়ে লড়ছেন কলেজ পড়ুয়া সৌরনীল, চিনুন তাঁকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল