TRENDING:

Nadia News: গেদেতে ভারত বাংলাদেশের সীমান্তরক্ষীরা পালন করল রাখি বন্ধন উৎসব

Last Updated:

রাখি উপলক্ষে নদিয়ার গেদে সীমান্তে ভারতীয় বোনেরা বাংলাদেশ বর্ডার গার্ড এবং ভারতীয় সেনাদের হাতে রাখি পরিয়ে দিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া:  গতকাল  ছিল শুভরাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমায় সকল বোনেরা তাদের ভাইকে দীর্ঘায়ু করার জন্য তাদের হাতে বেঁধে দেয় রাখি। গোটা দেশজুড়ে পালন করা হচ্ছে রাখি বন্ধন উৎসব। সম্প্রীতির অন্যতম উৎসব হল এই রাখি বন্ধন। এই উৎসব জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ পালন করে থাকেন। এই উৎসবের মাধ্যমে সমস্ত ভেদাভেদ ভুলে খুশির আনন্দে মেতে উঠেন দেশেবাসী।
advertisement

বৃহস্পতিবার, রাখি উপলক্ষে নদিয়ার গেদে সীমান্তে ভারতীয় বোনেরা বাংলাদেশ বর্ডার গার্ড এবং ভারতীয় সেনাদের হাতে রাখি পরিয়ে দিলেন।সেনারা হয়তো তাদের ডিউটির কারণে বাড়িতে যেতে পারেনি তাদের যাতে  বোনের অভাববোধ না হয় সেই জন্যই এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ কমান্ডার শ্রী দেসাই সিং, গেদে কোম্পানি কমান্ডার নাগেন্দ্র পাল সহ বিএসএফ পদমর্যাদায় অন্যন্য আধিকারিকরা। ভারতীয় মেয়েরা প্রথমে বাংলাদেশ-ভারত জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশী সীমান্তরক্ষীদের হাতে রাখি পরিয়ে দেন এবং তাদের এই দিনটিকে স্মরণীয় করে তোলে। এরপর গেদে সীমান্তবর্তী বিএসএফ ক্যাম্পে এসে বাংলাদেশের মেয়েরা ভারতীয় সেনাবাহিনীদের হাতে রাখি পরিয়ে দেন।

advertisement

আরও পড়ুনঃ প্রতিবন্ধী ভাই বোনেরা রাখি পরালেন পুলিশদের

আরও পড়ুনঃ মাজদিয়ার বাজারে প্রতিবছর দেওয়া হয় ব্রহ্মার পুজো! জানুন এর কাহিনী

View More

উল্লেখ্য, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা. সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। সেই থেকেই গোটা দেশ জুড়ে আজও পালন করা হয়ে একতার শ্রেষ্ঠ উৎসব রাখি বন্ধন ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা, তারপরেই জ্বলে গেল ডাউদাউ করে
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: গেদেতে ভারত বাংলাদেশের সীমান্তরক্ষীরা পালন করল রাখি বন্ধন উৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল