বৃহস্পতিবার, রাখি উপলক্ষে নদিয়ার গেদে সীমান্তে ভারতীয় বোনেরা বাংলাদেশ বর্ডার গার্ড এবং ভারতীয় সেনাদের হাতে রাখি পরিয়ে দিলেন।সেনারা হয়তো তাদের ডিউটির কারণে বাড়িতে যেতে পারেনি তাদের যাতে বোনের অভাববোধ না হয় সেই জন্যই এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ কমান্ডার শ্রী দেসাই সিং, গেদে কোম্পানি কমান্ডার নাগেন্দ্র পাল সহ বিএসএফ পদমর্যাদায় অন্যন্য আধিকারিকরা। ভারতীয় মেয়েরা প্রথমে বাংলাদেশ-ভারত জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশী সীমান্তরক্ষীদের হাতে রাখি পরিয়ে দেন এবং তাদের এই দিনটিকে স্মরণীয় করে তোলে। এরপর গেদে সীমান্তবর্তী বিএসএফ ক্যাম্পে এসে বাংলাদেশের মেয়েরা ভারতীয় সেনাবাহিনীদের হাতে রাখি পরিয়ে দেন।
advertisement
আরও পড়ুনঃ প্রতিবন্ধী ভাই বোনেরা রাখি পরালেন পুলিশদের
আরও পড়ুনঃ মাজদিয়ার বাজারে প্রতিবছর দেওয়া হয় ব্রহ্মার পুজো! জানুন এর কাহিনী
উল্লেখ্য, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা. সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। সেই থেকেই গোটা দেশ জুড়ে আজও পালন করা হয়ে একতার শ্রেষ্ঠ উৎসব রাখি বন্ধন ।
মৈনাক দেবনাথ