TRENDING:

Nadia News: মদ দোকানের সামনে পড়ে দেহ! ব্যাপক চাঞ্চল্য শান্তিপুরে

Last Updated:

মদ দোকানের সামনে পড়ে দেহ! মৃতের নাম রবি মণ্ডল। খোঁজ পেয়ে পরিবারের সদস্যরা এসে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও লাভ হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: মদের দোকানের সামনে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। জানা গেছে, মৃত ব্যক্তির নাম রবি মণ্ডল। বয়স আনুমানিক ৪২ বছর। বাড়ি শান্তিপুর বোয়ালিয়া বাজার সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। বুধবার তাঁর দেহ উদ্ধার হয়।
advertisement

মঙ্গলবার সন্ধের পর পরিবারের কাছে খবর আসে ওই ব্যক্তি বাজার সংলগ্ন একটি মদের দোকানের পাশে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। খবর পেয়েই ছুটে আসেন পরিবারের সদস্যরা। তাঁরা শান্তিপুর থানায় খবর দেন। পুলিশ গিয়ে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা রবি মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: পর্যটকদের কথা ভেবে দখলমুক্ত করা হল দিঘার সৈকতকে

advertisement

স্থানীয়দের দাবি, বাড়ি থেকে বেরিয়ে ওই ব্যক্তি মদের দোকানে গিয়েছিল মদ কিনতে। এরপর মদের দোকানের পাশেই আসরে যোগ দেয়। তবে ভর সন্ধেয় মদের আসরে কী এমন ঘটনা ঘটল যার কারণে মৃত্যু হল ওই ব্যক্তির? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। তবে ওই ব্যক্তির মুখের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন আছে বলে দাবি করেন প্রতিবেশীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।

advertisement

View More

মঙ্গলবার রাতেই মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। বুধবার মৃতদেহটির ময়নাতদন্ত হয়। তবে এই ঘটনায় থানায় এখনও পর্যন্ত মৃতের পরিজনরা কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। তাই পুলিশ নিজে থেকে সুয়োমোটো মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: মদ দোকানের সামনে পড়ে দেহ! ব্যাপক চাঞ্চল্য শান্তিপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল