মঙ্গলবার সন্ধের পর পরিবারের কাছে খবর আসে ওই ব্যক্তি বাজার সংলগ্ন একটি মদের দোকানের পাশে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। খবর পেয়েই ছুটে আসেন পরিবারের সদস্যরা। তাঁরা শান্তিপুর থানায় খবর দেন। পুলিশ গিয়ে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা রবি মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: পর্যটকদের কথা ভেবে দখলমুক্ত করা হল দিঘার সৈকতকে
advertisement
স্থানীয়দের দাবি, বাড়ি থেকে বেরিয়ে ওই ব্যক্তি মদের দোকানে গিয়েছিল মদ কিনতে। এরপর মদের দোকানের পাশেই আসরে যোগ দেয়। তবে ভর সন্ধেয় মদের আসরে কী এমন ঘটনা ঘটল যার কারণে মৃত্যু হল ওই ব্যক্তির? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। তবে ওই ব্যক্তির মুখের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন আছে বলে দাবি করেন প্রতিবেশীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।
মঙ্গলবার রাতেই মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। বুধবার মৃতদেহটির ময়নাতদন্ত হয়। তবে এই ঘটনায় থানায় এখনও পর্যন্ত মৃতের পরিজনরা কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। তাই পুলিশ নিজে থেকে সুয়োমোটো মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
মৈনাক দেবনাথ