East Medinipur News: পর্যটকদের কথা ভেবে দখলমুক্ত করা হল দিঘার সৈকতকে

Last Updated:

দিঘার সমুদ্র সৈকতজুড়ে গজিয়ে উঠেছিল অজস্র অস্থায়ী দোকান। এর ফলে প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছিল পর্যটকদের। সেইসঙ্গে আকর্ষণ হারাচ্ছিল সৈকত। শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত গড়ে ওঠা সমস্ত বেআইনি দোকান ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল

+
দখলমুক্ত

দখলমুক্ত দিঘা

#দিঘা: দিঘা এলেও সৈকত সরণি ধরে হেঁটে বেড়ানোর সময় অসুবিধার সম্মুখীন হতে হত পর্যটকদের। তবে এবার থেকে আর দিঘায় এসে পর্যটকদের সেই অসুবিধার সম্মুখীন হতে হবে না। এই বিষয়ে বিশেষ উদ্যোগ নিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।
সৈকত সরণীজুড়ে অস্থায়ী দোকানদারদের রমরমায় পর্যটকরা ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত সৈকত সরণি দিয়ে হেঁটে যেতে পারত না। এই নিয়ে পর্যটকদের মনে একপ্রকার ক্ষোভ জমা হয়েছিল। এই নিয়ে বেশ কয়েকবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছে অভিযোগ জানিয়েছিলেন পর্যটকেরা।
দিনের পর দিন দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে। আর পর্যটকের সংখ্যা যত বাড়ছে সৈকত সরণীজুড়ে অস্থায়ী দোকানের সংখ্যা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। আর তাতেই দিঘার সৈকত সরণী হয়ে উঠেছিল চলার অযোগ্য। যা চরম মাত্রায় পৌঁছয় ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি ও ১ জানুয়ারি বর্ষবরণের উৎসবের আবহে। এই সময় দিঘায় রেকর্ড পরিমাণ পর্যটক আসেন। কিন্তু অস্থায়ী দোকানদারদের কারণে পর্যটকদের চলাফেরায় যথেষ্ট অসুবিধা হয়। তাদের নিরাপত্তারও অভাব দেখা দেয়। তাই সৈকত সরণীজুড়ে অস্থায়ী দোকানদারদের উচ্ছেদ অভিযানে নামল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।
advertisement
advertisement
দিঘার অস্থায়ী হকারদের উচ্ছেদ করল প্রশাসন। মঙ্গলবার বিকেল থেকে বুধবার পর্যন্ত দিঘা সমুদ্র সৈকত বরাবর সমস্ত অস্থায়ী দোকানদারদের উচ্ছেদ করা হয়। পুলিশের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালায় দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সচিব মানস কুমার মণ্ডল জানান, পর্যটকরা বারবার অভিযোগ করেছিলেন সৈকত দখল হয়ে যাওয়া নিয়ে। সৈকতে পর্যটকদের চলাফেরা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল এই সমস্ত দোকানদারদের কারণে। দিঘায় পর্যটকদের স্বাচ্ছন্দ ও নিরাপত্তার কারণে এই অভিযান চালানো হয়েছে।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: পর্যটকদের কথা ভেবে দখলমুক্ত করা হল দিঘার সৈকতকে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement