অভিযোগ, রবিবার অস্ত্র হাতে এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বিজেপির কৃষক সংগঠন ও বিজেপি কিষান মোর্চার একাধিক কর্মীরা। নদিয়া জেলার দক্ষিণ বিজেপি কিষান মোর্চার নেতা ও কর্মীরা মিছিল শুরু করে হনুমান মন্দিরের সামনে থেকে। এরপর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তারা তাদের শোভাযাত্রা শেষ করে আড়ংঘাটা পঞ্চায়েতের যুগলকিশোর মন্দিরের সামনে।
advertisement
শোভাযাত্রায় নেতৃত্বে থাকা জেলা সভাপতি অশোক বিশ্বাস বলেন, "গোটা ভারতবর্ষে যেভাবে রামনবমী উৎসব পালন করা হচ্ছে ঠিক সেইভাবেই আমরা নদিয়ার হনুমান মন্দির থেকে শুরু করে আড়ংঘাটা যুগল বাড়ি পর্যন্ত এক শোভাযাত্রার আয়োজন করেছি। রামনবমীর পুজো সেরে সকলকে নিয়ে সনাতনী সম্প্রদায়ের সকল মানুষ একত্রিত হয়ে এই শোভাযাত্রা পালন করি।" তিনি আরও দাবি করেন, "প্রথা অনুযায়ী এই রামনবমীতে অস্ত্র হাতে তুলে নিয়ে শোভাযাত্রা করতে হয়। আমরাও সেই প্রথা অনুযায়ী শোভাযাত্রায় অস্ত্র ব্যবহার করেছি।"
প্রসঙ্গত, প্রথা অনুযায়ী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রবিবার দেখা গিয়েছে অস্ত্রহাতে রাম নবমীর শোভাযাত্রা আয়োজন করতে। একে রবিবার ছুটির দিন, তার ওপর রামনবমী, দুই মিলিয়ে সমগ্র দেশেই উৎসবের আমেজ ছিল৷ তবে এ রাজ্যের কোথাও কোথাও অস্ত্রহীন শোভাযাত্রাও দেখা গিয়েছে৷
Mainak Debnath