TRENDING:

Kali Puja 2022|| ভট্টাচার্য পরিবারে বাড়ির কুলবধূ, কালীগঞ্জের মা কালী পূজিতা হন বুড়োমা রূপে

Last Updated:

Bhattacharya Family of Kaliganj worshipped as Kulobadhu Buroma: নদিয়ার কালীগঞ্জের অতি প্রাচীন বুড়োমার কালীপুজোর রয়েছে এক ইতিহাস। বর্তমান পুরোহিতের থেকে জানা যায় প্রায় ৩৫০ বছরের বেশি প্রাচীন এই কালীপুজোর রয়েছে এক পুরাণ কাহিনী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কালীগঞ্জ: সোমবার দেশের সবথেকে বড় উৎসব দীপাবলি। গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় পালন করা হবে কালীপুজো। দীপাবলি আলোর উৎসব হলেও এই দিনেই বাংলার ঘরে ঘরে অথবা পাড়ায় পাড়ায় পালন করা হয়ে থাকে শক্তির আরাধনা। নদিয়া জেলার বেশ কয়েকটি জায়গায় মহাসমারোহে পালন করা হয় কালীপুজো। যেমন নদিয়ার ধুবুলিয়া, আড়ংঘাটা, কৃষ্ণনগর, শান্তিপুর ইত্যাদি বিভিন্ন জায়গায় কালীপুজো বিখ্যাত। তবে নদিয়ার কালীগঞ্জের অতি প্রাচীন বুড়োমার কালীপুজোর রয়েছে এক ইতিহাস।
advertisement

বর্তমান পুরোহিতের থেকে জানা যায় প্রায় ৩৫০ বছরের বেশি প্রাচীন এই কালীপুজোর রয়েছে এক পুরাণ কাহিনী। জানা যায় বাড়ির নতুন বউ নিমন্ত্রিতদের খাবার পরিবেশন করার সময় হঠাৎই ঘোমটা খুলে যায়। নতুন বউয়ের এক হাতে ভাতের পাত্র, অন্য হাতে হাতা। কিন্তু আচমকাই আরও দুটো হাত দিয়ে ঘোমটা টেনে নিল সে। এই ঘটনায় সেদিন হতবাক হয়ে গিয়েছিলেন সকলে। এরপরেই লজ্জায় নতুন বউ ছুটে গেলেন বাড়ির বাইরে। এরপর থেকেই আর কেউ খুঁজে পাইনি নতুন বউকে।

advertisement

আরও পড়ুনঃ সাইক্লোন সিত্রাং ফুঁসছে, সাগর থেকে কতটা দূরে অবস্থান? কখন ল্যান্ডফল? দক্ষিণ ২৪ পরগণার বৈঠক

প্রায় ৩৫০ বছর আগের এই ঘটনা কালীগঞ্জের হরিনাথপুরের আজও লোকমুখে পরিচিত। এই ঘটনার পর থেকেই হরিনাথপুরের ভট্টাচার্য বাড়িতে শুরু হয় কালীপুজো।

View More

আরও পড়ুনঃ সিত্রাংয়ের হুড়মুড়িয়ে ভাঙল কালীপুজোর প্যান্ডেল বুর্জ খলিফা! দেখুন ভিডিও

advertisement

সেই পুজো চলে আসছে আজও। পরিবারের এক সদস্য জানান এই পুজো প্রায় ৩৫০ বছর আগে শুরু হয় দেবীকে এখনও বাড়ির বউ রূপে পুজো করা হয়। তবে পুজোর প্রথা কিছুটা হলেও বদল করা হয়েছে বর্তমানে। এই পুজোয় আগে প্রচুর ছাগল বলি হত বেশ কিছু বছর আগে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বলি প্রথা বন্ধ করে দেওয়া হয়।

advertisement

শুধু কালীগঞ্জের বাসিন্দারাই নন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বুড়ো মায়ের পুজো দেখতে আসেন অসংখ্য ভক্তরা। শুধু পুজোয় নয় পুজোর পরের দিন ভাসান যাত্রা দেখতেও ভিড় করেন সাধারণ মানুষ। সেই কারণেই পুজোর এই কয়েকটা দিন উৎসবে মুখরিত হয়ে থাকে কালীগঞ্জের মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Kali Puja 2022|| ভট্টাচার্য পরিবারে বাড়ির কুলবধূ, কালীগঞ্জের মা কালী পূজিতা হন বুড়োমা রূপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল