নদিয়ার কল্যাণীর তিন নম্বর প্লাটফর্মের নীচে রয়েছে অটো ও টোটো স্ট্যান্ড। তৃণমূলের আইএনটিটিইউসির দাবি, তাদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তাদের দাবি, অন্য রুটের চালকেরা এখানে স্ট্যান্ড করে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে। এখান থেকে গয়েশপুর, এইমস কল্যাণী সহ একাধিক রুটের বিভিন্ন জায়গায় যাওয়া যায়। কিন্তু দীর্ঘকাল ধরে যে স্ট্যান্ড রয়েছে, তার পাশে অন্য রুটের স্ট্যান্ড তৈরি করে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে অন্যরুটের চালকেরা। ফলে দীর্ঘকালের যে স্ট্যান্ড রয়েছে সেই সমস্ত চালকদের সমস্যা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: আয়ুর্বেদিক ‘ব্রহ্মাস্ত্র’! গলব্লাডার স্টোন থেকে মদের নেশা তাড়াতে এই ওষুধ ‘১ নম্বর’
অভিযোগ, প্রশাসনকে জানালেও এর সুরাহা হয়নি। তাই শুক্রবার সকাল থেকে তারা অনির্দিষ্টকালের জন্য অটো, টোটো এবং ম্যাজিক চালানো বন্ধ রেখেছে।