নদিয়ার তেহট্টের জিতপুর মোড়ে একটি বেসরকারি লজে আয়োজিত হয় এই চিত্র প্রদর্শনী। এটি টানা তিন দিন চলে। প্রত্যেকদিনই অসংখ্য মানুষ ভিড় করে। এই চিত্র প্রদর্শনীর আয়োজক শিল্পী সৌমিত্র মণ্ডল ও তাঁর ছাত্রছাত্রীরা। তাঁরা প্রত্যেকেই সুনিপুণ দক্ষতায় এক বিশেষ চিত্রকলা ফুটিয়ে তোলেন।
আরও পড়ুন: পুলিশের নাকের ডাগা দিয়ে ট্রাফিক আইন ভেঙে বেপরোয়া গতিতে চলছে গাড়ি! ভয়ঙ্কর অবস্থা কোচবিহারে
advertisement
প্রদর্শনী শুরুর প্রথম দিন সকালবেলা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আয়োজিত হয় শোভাযাত্রা। এরপর আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা প্রদীপ প্রজ্জলন করেন। এরপরই শুরু হয়ে যায় চিত্র প্রদর্শনী। ফেলে আসা শৈশব স্বাদ সকলের মধ্যে ছড়িয়ে দিতে পেরে খুশি শিল্পীরাও।
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 05, 2023 12:18 AM IST





