TRENDING:

Nadia News: চিত্র প্রদর্শনীর হাত ধরে ফিরে এল শৈশবের স্মৃতি

Last Updated:

বারবার আমরা ছোটবেলায় ফিরে যেতে চাই। বাস্তবে তা সম্ভব না হলেও এক বেসরকারি সংস্থার চিত্র প্রদর্শনীর মাধ্যমে কিছুটা হলেও শৈশবের ফেলে আসা স্বাদ আস্বাদন করা গেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: হারানো শৈশব ফিরে পেতে চান অনেকেই। ছোটবেলার ফেলে আসা দিনগুলোর কথা ভেবে অনেকেই স্মৃতিমেদুর হয়ে পড়েন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনে জটিলতা বাড়তে থাকে, কাঁধে এসে পড়ে বিপুল দায়িত্ব। আর সেখানে দাঁড়িয়ে মনে হয় অল্প বয়সটা কী সুন্দর‌ই না ছিল! তাই বারবার আমরা ছোটবেলায় ফিরে যেতে চাই। বাস্তবে তা সম্ভব না হলেও এক বেসরকারি সংস্থার চিত্র প্রদর্শনীর মাধ্যমে কিছুটা হলেও শৈশবের ফেলে আসা স্বাদ আস্বাদন করা গেল।
advertisement

নদিয়ার তেহট্টের জিতপুর মোড়ে একটি বেসরকারি লজে আয়োজিত হয় এই চিত্র প্রদর্শনী। এটি টানা তিন দিন চলে। প্রত্যেকদিনই অসংখ্য মানুষ ভিড় করে। এই চিত্র প্রদর্শনীর আয়োজক শিল্পী সৌমিত্র মণ্ডল ও তাঁর ছাত্রছাত্রীরা। তাঁরা প্রত্যেকেই সুনিপুণ দক্ষতায় এক বিশেষ চিত্রকলা ফুটিয়ে তোলেন।

আরও পড়ুন: পুলিশের নাকের ডাগা দিয়ে ট্রাফিক আইন ভেঙে বেপরোয়া গতিতে চলছে গাড়ি! ভয়ঙ্কর অবস্থা কোচবিহারে

advertisement

প্রদর্শনী শুরুর প্রথম দিন সকালবেলা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আয়োজিত হয় শোভাযাত্রা। এরপর আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা প্রদীপ প্রজ্জলন করেন। এরপরই শুরু হয়ে যায় চিত্র প্রদর্শনী। ফেলে আসা শৈশব স্বাদ সকলের মধ্যে ছড়িয়ে দিতে পেরে খুশি শিল্পীরাও।

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: চিত্র প্রদর্শনীর হাত ধরে ফিরে এল শৈশবের স্মৃতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল