Coochbehar News: পুলিশের নাকের ডাগা দিয়ে ট্রাফিক আইন ভেঙে বেপরোয়া গতিতে চলছে গাড়ি! ভয়ঙ্কর অবস্থা কোচবিহারে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
কোচবিহারের এই এলাকায় নিয়মমাফিক ট্রাফিক বোর্ড লাগানোর পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য প্রতিমুহূর্তেই মোতায়েন থাকছেন পুলিশ কর্মীরা। কিন্তু তাঁদের নিষেধও মানছে না বেশিরভাগ গাড়ি চালক।
কোচবিহার: রাস্তার উপর নিয়মমাফিক গতি নিয়ন্ত্রণের ট্রাফিক বোর্ড লাগানো আছে। কিন্তু তা উপেক্ষা করেই যান চলাচল করছে। ফলে যে কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। এমনই বেপরোয়াভাবে যান চলাচল করছে কোচবিহারের তোর্সা বাঁধ এলাকার বাইপাস দিয়ে।
এদিকে নজরদারিতে পুলিশ কিন্তু কোনও ত্রুটি রাখেনি। কোচবিহারের এই এলাকায় নিয়মমাফিক ট্রাফিক বোর্ড লাগানোর পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য প্রতিমুহূর্তেই মোতায়েন থাকছেন পুলিশ কর্মীরা। কিন্তু তাঁদের নিষেধও মানছে না বেশিরভাগ গাড়ি চালক। এই সমস্যা নিয়ে রীতিমত উদ্বিগ্ন কোচবিহার সদর শহরের ট্রাফিক পুলিশের কর্তারা। এই পরিস্থিতিতে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য স্পিড ব্রেকার লাগানোর কথা ভাবা হচ্ছে।
advertisement
advertisement
বাইপাসের উপর দিয়ে যাতায়াত করা গাড়ির এই বেপরোয়া মনোভাব নিয়ে টোটো চালক আব্দুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তায় স্পিড ব্রেকার নেই। তাই দ্রুত গতিতে চলাচল করা চালকেরা কোনও নিয়ন্ত্রণ মানেন না। প্রশাসনের উচিৎ এই বিষয়ে যত দ্রুত সম্ভব পদক্ষেপ করা। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে পথচারীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছেন। জানা গিয়েছে দ্রুতগতিতে চলাচল করার জন্য বহু বাইক চালক কোচবিহার শহরের পরিবর্তে আজকাল বেশি করে বাইপাসের রাস্তা ব্যবহার করছেন। তাঁদের মধ্যে অনেকের মাথাতে হেলমেট থাকে না। এই পরিস্থিতিতে এলাকার মানুষ রাস্তায় স্পিড ব্রেকার লাগানোর পাশাপাশি হেলমেট বিহীন বাইক চালকদের নিয়মিত জরিমানা করার দাবি তুলেছেন। তাঁদের মতে, পুলিশ আরও কড়া ভূমিকা নিলে পরিস্থিতির উন্নতি ঘটবে।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2023 11:45 PM IST