হোম /খবর /আলিপুরদুয়ার /
ভুটান সীমান্ত আরও কাছে, এবার মাত্র ১৫ মিনিটে পৌঁছে যাবেন জয়গাঁ

Alipurduar News: এবার মাত্র ১৫ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে ভুটান সীমান্তবর্তী জয়গাঁয়

X
title=

তোর্সা চা বাগানের ভিতরের এই রাস্তাটি অতীতে ছিল। কিন্তু দীর্ঘদিনের অবহেলার জেরে সেটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে এতদিন ভুলন চৌপথি হয়ে ঘুর পথে যেতে হচ্ছিল জয়গাঁ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

আলিপুরদুয়ার: ভুটান সীমান্তের জয়গাঁয় পৌঁছনো এবার আরও সহজ হয়ে যাবে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ীদের কথা ভেবে তৈরি হচ্ছে বিকল্প রাস্তা। তোর্সা চা বাগানের ভিতর দিয়ে এই রাস্তা তৈরির কাজ চলছে। রাস্তা তৈরি হয়ে গেলেই আগের থেকে অনেক কম সময়ে এবং নিরাপদে পৌঁছনো যাবে জয়গাঁ।

তোর্সা চা বাগানের ভিতরের এই রাস্তাটি অতীতে ছিল। কিন্তু দীর্ঘদিনের অবহেলার জেরে সেটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে এতদিন ভুলন চৌপথি হয়ে ঘুর পথে যেতে হচ্ছিল জয়গাঁ। এর ফলে ব্যাপক যানজট তৈরি হচ্ছিল এলাকায়। মাঝেমধ‍্যে দুর্ঘটনা‌ও ঘটছিল। আর তাই তোর্সা চা বাগানের ভিতর দিয়ে যাওয়া রাস্তাটি পুনরায় যান চলাচলের যোগ্য করে তোলার দাবি উঠতে শুরু করে। সেই দাবিতে কান দিয়ে এবার প্রশাসন রাস্তাটি মেরামতির কাজ শুরু করেছে।

আরও পড়ুন: সিপিএমের টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য তৃণমূলে গেলেও সমস্যা মেটেনি, ভোট বয়কটের ডাক ক্ষুদ্ধ গ্রামবাসীদের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তোর্সা চা বাগানের ভিতর দিয়ে রাস্তা তৈরির কাজ শেষ হলে জয়গাঁয় মাত্র পনেরো মিনিটে পৌঁছনো যাবে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটক ও ব্যবসায়ীদের অনেকটাই সুবিধা হবে। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।

অনন্যা দে

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Alipurduar news