দক্ষিণ ২৪ পরগনা: মন্দিরবাজারের বোয়ালবেড়িয়ায় পানীয় জল ও রাস্তার সমস্যায় জেরবার স্থানীয়রা। দীর্ঘদিন ধরে এই দুই সমস্যার সমাধান না হওয়ায় এবার পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দিলেন বৈরাগীচকের গ্রামবাসীরা।
দক্ষিণ ২৪ পরগনার এই গ্রামে পানীয় জলের সমস্যা সমাধানের লক্ষ্যে রিজার্ভার বসানো হয়েছিল। সেখান থেকে পাইপে করে জল আসার কথা গ্রামে। কিন্তু বাস্তবে তা হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, রিজার্ভার চালু হলেও তাঁরা জল পান না। কিছু অসাধু ব্যবসায়ী পাইপ লাইনের কয়েকটি জায়গা ফাটিয়ে সেই জল বের করে নিয়ে বাইরে চড়া দামে বিক্রি করে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন: ভবঘুরেদের জন্য সিউড়িতে তৈরি হল বাড়ি, থাকা-খাওয়া-চিকিৎসা সব ফ্রি
পাশাপাশি কিছু কৃষক বেআইনি উপায়ে আগেভাগে পাইপ লাইনে ছিদ্র করে সেখান থেকে জল বের করে চাষের জমিতে দিচ্ছে বলেও গ্রামবাসীদের অভিযোগ। এই বিষয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি। এদিকে পানীয় জলের এই সমস্যার পাশাপাশি রাস্তা নিয়েও নাজেহাল বৈরাগীচকের মানুষ। দীর্ঘদিন রাস্তা না সারানোয় সেটি একেবারে বেহাল হয়ে পড়েছে। প্রায় চলাচল করা যাচ্ছে না। এই অবস্থায় অন্যান্য গাড়ি তো দূর, অ্যাম্বুলেন্স পর্যন্ত গ্রামে ঢুকছে না বলে জানিয়েছে এলাকার মানুষ।
এই গ্রামের পঞ্চায়েত সদস্য অলক হালদার গত নির্বাচনে সিপিএম-র টিকিটে জয়ী হন। পরে দল বদল করে শাসক দল তৃণমূলে যোগ দেন। তবুও গ্রামে কোনও কাজ হয়নি বলে দাবি বাসিন্দাদের। এই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন ওই পঞ্চায়েত সদস্য। জানিয়েছেন, আগামীদিনে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। কিন্তু ক্ষদ্ধ গ্রামবাসীরা আর কোনও প্রতিশ্রুতিতে কান দিতে রাজি নন। তাঁরা পরিষ্কার জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে পানীয় জল ও রাস্তার সমস্যা না মিটলে তাঁরা ভোট বয়কট করবেন।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diamond Harbour, Road, Water Problem