Birbhum News: ভবঘুরেদের জন্য সিউড়িতে তৈরি হল বাড়ি, থাকা-খাওয়া-চিকিৎসা সব ফ্রি
- Published by:Ananya Chakraborty
Last Updated:
সিউড়ি সহ আশেপাশের এলাকার ভবঘুরেদের উদ্দেশ্যে তৈরি করা এই ভবনটি আগামী পয়লা বৈশাখ উদ্বোধন হবে। এরফলে বীরভূমের আশ্রয়হীন বহু মানুষের একটা হিল্লে হবে বলে মনে করছেন অনেকে।
বীরভূম: ভবঘুরেদের মাথায় ছাদ দিতে উদ্যোগী হল সিউড়ি পুরসভা। শহরের মধ্যে বানানো হয়েছে তিন তলা ভবন। সেখানে ভবঘুরেরা থাকার পাশাপাশি দু'বেলা পেট ভরে খাওয়াদাওয়া ও চিকিৎসার সুযোগ পাবেন।
সিউড়ি সহ আশেপাশের এলাকার ভবঘুরেদের উদ্দেশ্যে তৈরি করা এই ভবনটি আগামী পয়লা বৈশাখ উদ্বোধন হবে। এরফলে বীরভূমের আশ্রয়হীন বহু মানুষের একটা হিল্লে হবে বলে মনে করছেন অনেকে।
advertisement
সিউড়ির ৬ নম্বর ওয়ার্ডের ভট্টাচার্য পাড়ায় এমইডি প্রকল্পের টাকায় গড়ে তোলা হয়েছে এই ভবনটি। ১ কোটি ৪৩ লক্ষ টাকা খরচ হয়েছে। সেখানে আপাতত ৫০ থেকে ৬০ জন ভবঘুরে থাকতে পারবে। পুরসভা সূত্রে খবর, সিউড়ির প্রত্যেক কাউন্সিলরকে নিজ নিজ এলাকায় থাকা ভবঘুরেদের নাম জানাতে বলা হয়েছে।
advertisement
পাশাপাশি শহরের বাসিন্দারাও নিজ উদ্যোগে এই বিষয়ে পুরসভার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সিউড়ি পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরের মানুষ। ভবঘুরেদের জন্য এই উদ্যোগ প্রসঙ্গে সিউড়ির পুরপ্রধান প্রণব কর বলেন, ভবঘুরেদের সব রকম দায়িত্ব নেবে সরকার। তাঁদের দু'বেলা খাবার, থাকার ব্যবস্থা, পোশাক কিনে দেওয়া, এমনকি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থাও করা হবে। তিনি জানান, রাজ্য সরকারের লক্ষ্যই হল আর কাউকে যেন ফুটপাতে বা ঝুপড়িতে থাকতে না হয়।
advertisement
শুভদীপ পাল
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2023 9:44 PM IST