South 24 Parganas News: একই স্কুলে পরপর চুরি, খোয়া গেল মিড ডে মিলের হিসেব

Last Updated:

মঙ্গলবার সকালে স্কুল শুরু হওয়ার আগেই মিড ডে মিল রান্নার জন্য এসে পৌঁছন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁরাই প্রথম দেখেন স্কুলের তালা ভাঙা। এরপর প্রধান শিক্ষককে পুরো বিষয়টি জানানো হয়।

দক্ষিণ ২৪ পরগনা: আবার স্কুলে চুরি। বিষ্ণুপুরের রামনগর আদর্শ উচ্চবিদ্যালয়ের দরজার তালা কেটে চুরির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, চোরের দল স্কুলের একাধিক গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালিয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার এই স্কুলে অতীতেও চুরি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। মঙ্গলবার সকালে স্কুল শুরু হওয়ার আগেই মিড ডে মিল রান্নার জন্য এসে পৌঁছন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁরাই প্রথম দেখেন স্কুলের তালা ভাঙা। এরপর প্রধান শিক্ষককে পুরো বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ছুটে আসেন প্রধান শিক্ষক সমীরণ মণ্ডল। তিনি ফোন করে বিষ্ণুপুর থানায় খবর দেন। প্রধান শিক্ষকের ফোন পেয়ে এসে পৌঁছয় পুলিশ।
advertisement
advertisement
এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্কুলে। প্রধান শিক্ষক জানান, এর আগেও স্কুলে চুরির ঘটনা ঘটেছে। তখন‌ও নগদ টাকার পাশাপাশি স্কুলের গুরুত্বপূর্ণ নথি খোয়া গিয়েছিল। এবারেও একই কাণ্ড ঘটেছে। দুষ্কৃতীরা স্কুলের পিছন দিক থেকে ঢুকেছিল বলে জানান প্রধান শিক্ষক। স্কুলের আটটি দরজার তালা ভাঙা হয়, একাধিক আলমারি‌ও ভেঙেছে তারা।
advertisement
এই চুরির ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ। তাঁদের দাবি, একটি স্কুলে বারবার চুরি হলে সে উন্নতি করবে কী করে! স্থানীয়রা পুলিশের নজরদারি দিকে আঙুল তুলেছেন। এদিকে স্কুল সূত্রে জানা গিয়েছে, চুরি যাওয়া নথিপত্রের মধ্যে মিড ডে মিলের হিসেবের কাগজ‌ও ছিল।
অর্পন মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: একই স্কুলে পরপর চুরি, খোয়া গেল মিড ডে মিলের হিসেব
Next Article
advertisement
Purba Bardhaman News: সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চুরির ঘটনায় গ্রেফতার কে? চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
  • গুসকরায় গৃহস্থের বাড়িতে চুরি করতে গিয়ে সোনার গয়না, নগদ টাকার সঙ্গে লেপ কম্বলও নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সেই চুরির ঘটনায় গ্রেফতার হলেন শাসক দলের নেতা! এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায়৷ 

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement