আরও পড়ুন: দুঃখের দিন ঘুচতে চলেছে তাঁতিদের, পেতে পারেন একাধিক সরকারি প্রকল্পের সুবিধা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছোট ছেলেটির মৃত্যুর পর এই র্যাগিং ঠেকাতে আরও তৎপর হয়ে উঠেছে প্রশাসন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সকলেই। শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে র্যাগিং-এর অভ্যাস চালিয়ে যাওয়া নিয়ে বরাবরই আশঙ্কা প্রকাশ করেছেন চিন্তাশীল মানুষেরা। র্যাগিং আটকাতে বারবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও। আর সেই লক্ষ্যেই বৃহস্পতিবার করিমপুর-১ গভর্নমেন্ট আইটিআই-এর পক্ষ থেকে একটি অ্যান্টি র্যাগিং অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হল। সেখানে অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করা হয় এবং র্যাগিং-এর ভয়াবহতা বা ক্ষতিকর প্রভাব সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করা হয়।
advertisement
এই সভায় উপস্থিত ছিলেন করিমপুর-১ গভর্নমেন্ট আইটিআই-এর অধ্যক্ষ, করিমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ সিকান্দর আলম সহ পুলিশ প্রশাসন থেকে আরও ব্যাক্তিবর্গ। বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ও অবিভাবকেরাও হাজির ছিলেন।
মৈনাক দেবনাথ